ধ্যানের প্রশিক্ষণ নিতে নেপালে আমির খান
সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ফ্লপ। এরপর একটি রিমেক সিনেমা ‘চ্যাম্পিয়ন’ করার কথা ছিল আমির খানের। তবে নতুন সিনেমার বদলে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত জানান এ অভিনেতা। আমির বলেন, বিরতির সময়টা পরিবারের সঙ্গে থাকবেন তিনি। এবার তিনি নেপালে গেলেন ধ্যান বিষয়ে প্রশিক্ষণ নিতে। গতকাল রোববার শুরু হয়েছে ১১ দিনের মেডিটেশন কোর্সটি। খবর টাইমস অব ইন্ডিয়ার
ধ্যানের কোর্সটিতে অংশ নিতে গতকাল কাঠমাণ্ডুতে পৌঁছান আমির। গতকালই শুরু হয়েছে ১১ দিনের কোর্সটি।
কাঠমাণ্ডু থেকে ১২ কিলোমিটার দূরে বুধনীলকণ্ঠের নেপাল বিপাসনা কেন্দ্রের মেডিটেশন সেন্টারে কোর্স করছেন আমির। এটি নেপালের সুপরিচিত একটি মেডিটেশন সেন্টার।
এই কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, ‘বিমানবন্দর থেকে সরাসরি আমির এখানে এসেছেন, মেডিটেশন সেশন শুরু করেছেন।’
মেডিটেশন কোর্স করা নিয়ে আমির খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিনেতার সংশ্লিষ্ট সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, মানসিক প্রশান্তির জন্যই আমিরের এই নেপাল-যাত্রা।
গত সপ্তাহেই খবর রটেছে, বিরতি শেষে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আমির খান। এমনকি ২০০৮ সালে মুক্তি পাওয়া তাঁর হিট সিনেমা ‘গজনি’র সিকুয়েল নিয়েও আগ্রহী তিনি। ছবিটি নিয়ে এর মধ্যে কয়েকটি মিটিংও সেরে ফেলেছেন। এটা ছাড়াও আমির খানকে নিয়ে সিনেমা করার আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা। তবে এই অভিনেতা এখনো কাউকে ‘হ্যাঁ’ বলেননি।