বলিউড সিনেমায় ত্যক্ত-বিরক্ত অনুরাগ মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন

অনুরাগ কশ্যপ। এএফপি

গত কয়েক বছরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিজের বিরক্তির কথা বলেছেন অনুরাগ কশ্যপ। এ–ও জানিয়েছিলেন, বিদেশে গিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়ার ভাবনা নেই তাঁর। তবে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ সময়ের ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ এই নির্মাতা জানালেন, তিনি মুম্বাই ছাড়ছেন। বলিউড নিয়ে রীতিমতো ত্যক্ত-বিরক্ত তিনি।

আরও পড়ুন

বর্তমানে চলচ্চিত্রের মানের গুণগত পরিবর্তনের চেয়ে ছবির বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগে স্থির হয়ে যাচ্ছে কীভাবে প্রচার করা হবে, লাভের অঙ্কের পরিমাণ কত হতে পারে ইত্যাদি। বিষয়টি নিয়েই তিনি হতাশ। অনুরাগ এমন জায়গায় ছবি বানাতে চান, যেখানে উদ্দীপনা থাকবে। তাই তিনি দক্ষিণি ইন্ডাস্ট্রিতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরিচালকের কথায়, ‘যে যে ছবি ইতিমধ্যে রয়েছে, সেগুলোর রিমেক বানানো হয়। এই মানসিকতাতেই আমার সমস্যা।’

অনুরাগ কশ্যপ। নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

এ ছাড়া নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে নেতিবাচক প্রবণতা তৈরি করছে ‘কাস্টিং এজেন্সি’। ভালো অভিনেতা হওয়ার প্রচেষ্টা নয়; বরং রাতারাতি তারকা হওয়ার পেছনে ছুটছেন তাঁরা। তাতে আখেরে কারও লাভ হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে ছবি।

‘অভিনয়ের ওয়ার্কশপে নয়, শুধুই জিমে পাঠানো হচ্ছে তাঁদের। আদ্যোপান্ত গ্ল্যামারকে প্রাধান্য দেওয়া হচ্ছে,’ বললেন অনুরাগ। ‘তাঁদের এমন মগজ ধোলাই করা হচ্ছে, তাঁরা অভিনয়ে দক্ষতা চেয়ে প্রচারের আলোয় বেশি আকৃষ্ট হচ্ছেন। ছবির নির্মাতাদের সঙ্গে অভিনেতাদের দূরত্ব তৈরি হচ্ছে এবং এর জন্য দায়ী একমাত্র কাস্টিং এজেন্সি। নতুন প্রজন্মের অভিনেতাদের মাধ্যমে শুধুই অর্থ উপার্জন তাদের লক্ষ্য, নতুন অভিনেতা তৈরির দিকে তাদের নজর নেই,’ অভিযোগ অনুরাগের।

চলতি বছরই যে মুম্বাই ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণ ভারতে চলে যাবেন, সাক্ষাৎকারে সেটাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। ‘সেক্রেড গেমস’ নির্মাতা অনুরাগ বলেন, ‘দক্ষিণে এখনো সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি বৃদ্ধ হয়েই মরতে চাই। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। একই বিষয়ের পেছনে সবাই ছুটছে, যা অসহ্য।’