চারপাশে এত বন্দুকধারী যে মাঝেমধ্যে নিজেরই ভয় লাগে: সালমান খান

‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে সালমান খান
আইএমডিবি

আগে একটু সময় পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন সালমান খান। একা বের হয়ে পার্কে গিয়ে জগিং করতে যেতেন বলিউডের ভাইজান। এখন তাঁর আর এই সুযোগ নেই। চব্বিশ ঘণ্টা থাকতে হয় নিরাপত্তাবলয়ের মধ্যে। এর জন্য ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারও সেভাবে করতে পারেননি।
বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই তাঁর চারপাশে সতর্ক অবস্থানে থাকেন নিরাপত্তাকর্মীরা। এই নিরাপত্তাবলয় কেমন লাগছে সালমান খানের? এই প্রশ্নের উত্তর সালমান নিজেই দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘আমি সম্পূর্ণ সুরক্ষিত হয়ে সব জায়গায় যাচ্ছি। নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভালো। তবে চারপাশে এত বন্দুকধারী যে মাঝেমধ্যে নিজেরই ভয় লাগে।’ খবর টাইমস অব ইন্ডিয়ার

তবে তাঁর হতাশাও আছে এই নিরাপত্তা নিয়ে। নিরাপত্তার কারণে আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না তিনি। তিনি কোথাও গেলে পুরোপুরি নিরাপত্তা নিয়ে যেতে হয়। এতে একটা অসুবিধায় পড়েন সালমান।

আরও পড়ুন

যখন কোনো যানজটে পড়ে তাঁর গাড়িবহর, তখন তাঁর নিরাপত্তার জন্য সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার জন্য তাদের সমস্যা হয়, তাই তারা আমার দিকে বাঁকা চোখে তাকান।’

তবে মানুষের সমস্যা হলেও তিনি তাঁর নিরাপত্তা নিয়েই চলাফেরা করবেন। তিনি বলেন, ‘আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। যেটা হওয়ার সেটা হবেই। তার মানে আবার এটা নয় যে আমি প্রকাশ্যে আগের মতো ঘুরব।’

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান।

সালমান খান
এএনআই

সে জন্য মুম্বাই পুলিশ অভিনেতাকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে। এর সঙ্গে রয়েছে সালমান খানের নিজস্ব বডিগার্ড।