রক্ত দেখে ভয় পেয়ে গেছি...গুলি–কাণ্ড নিয়ে মুখ খুললেন গোবিন্দ

অভিনেতা গোবিন্দআইএমডিবি

গুলি–কাণ্ড নিয়ে এবার বিস্তারে জানালেন বলিউড তারকা গোবিন্দ। বাড়ি ফেরার পর জানালেন, সেদিন ভোরে কী হয়েছিল।
গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ। মঙ্গলবার সাতসকালে পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। আর নিজের বন্দুক থেকে ‘মিস ফায়ার’ হয়ে মারাত্মকভাবে জখম হয়েছিলেন এই তারকা। তাঁকে সঙ্গে সঙ্গে আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলি বের করা হয়েছিল। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

গোবিন্দর পায়ে গুলি লাগার পর থেকে নানান তথ্য শোনা যাচ্ছিল বলিউডপাড়ায়। তবে এবার স্বয়ং অভিনেতা এ বিষয়ে মুখ খুলেছেন।

বাড়ি ফিরে অভিনেতা মঙ্গলবার ভোরের প্রসঙ্গে জানিয়েছেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কী হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কী হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতায় এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি।

গোবিন্দ
আইএমডিবি

আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’

গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’

গোবিন্দ
আইএমডিবি

এরপর এই বলিউড তারকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রার্থনার জোরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
গতকাল আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় গোবিন্দর সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা ও কন্যা টিনা। চিকিৎসক গোবিন্দকে ছয় সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।