আবার পর্দায় অজয়–টাবুর রসায়ন

অজয় ও টাবু। এএনআই

পর্দায় হতে পারেন তাঁরা নায়ক-নায়িকা। কিন্তু বাস্তবে অজয় আর টাবু একে অপরের ভালো বন্ধু। তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন। সম্প্রতি মুম্বাইতে ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়-টাবু বন্ধুত্বের উষ্ণ রসায়ন ধরা পড়ে।
আবার জুটি বেঁধে আসছেন অজয় ও টাবু।

তিন দশক আগে ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন তাঁরা। নীরজ পান্ডে পরিচালিত ‘অরোঁ মে কঁহা দম থা’ ছবিতে রোমান্টিক মেজাজে ধরা দিতে চলেছেন এই জুটি। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এই রোমান্টিক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়, টাবু, শান্তনু মহেশ্বরী, সাই মাঞ্জরেকর, সংগীত পরিচালক এম এম করিম ও পরিচালক নীরজ পান্ডে।

আরও পড়ুন

এদিনের আসরে নায়ক-নায়িকার খোলসের বাইরে উঠে এসেছিল অজয়-টাবুর নিখাদ বন্ধুত্ব। কলেজজীবনের খুনসুটি এখনো তাঁদের বন্ধুত্বে স্পষ্ট। তাই টাবুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে অজয় হেসে বলেন, ‘আমরা একসঙ্গে অনেক কাজ করে ফেলেছি। তাই এখন আর কিছুই মনে হয় না।’

ছবির প্রচারে টাবু ও অজয়। এএনআই

এবার টাবুর দিকে তাকিয়ে মজার সুরে অভিনেতা বলেন, ‘ওর তো সারাক্ষণ কিছু না কিছু অভিযোগ থাকে। গরম পড়েছে..আরও কত কী যে বলে। কানের কাছে বকবক করতেই থাকে।’ টাবুও ছাড়ার পাত্রী নন। তিনি তৎক্ষণাৎ অজয়ের উদ্দেশে বলেন, ‘আর ও তো গল্প শুরু করে দেয়। আমার কাছ থেকে সবার খবর নেয়।’

দীর্ঘদিন পর পুরোপুরি রোমান্টিক নায়ক হয়ে পর্দায় আসছেন অজয়। এই ছবি করার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘ছবিটির চিত্রনাট্য শুনেই ভালো লেগেছিল। তবে ছবির বাণিজ্যিক দিকের কথা ভাবছিলাম। নীরজ (পরিচালক) আমাকে আশ্বস্ত করে বলে এসব নিয়ে ভাবার দরকার নেই।’

অজয় নায়ক হিসেবে সব সময় ব্যতিক্রমী চরিত্রে ধরা দেন। এই প্রসঙ্গ সংবাদ সম্মেলনে উঠতে অভিনেতা বলেন, ‘আমি এই কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। তাই আমি তক্ষক, রেইনকোট-এর মতো ভিন্ন ধারার ছবিতে কাজ করেছি।’
প্রেম মানেই তরুণ বয়সীদের গল্প—এই প্রথার বাইরে হেঁটেছে অজয়-টাবু অভিনীত ছবিটি। ছবিতে বলা হয়েছে প্রেমের কোনো বয়স হয় না।

‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবির দৃশ্যে টাবু ও অজয়। এক্স থেকে

এ প্রসঙ্গে টাবু বলেন, ‘আমি নীরজ পান্ডেকে কৃতিত্ব দিতে চাই, কারণ তিনি আমার আর অজয়কে নিয়ে প্রেমের ছবি বানিয়েছেন। সমাজ বদলালে আমাদের সিনেমাও বদলায়। এখন এই প্রথা ভেঙে গেছে যে রোমান্স শুধু তরুণ-তরুণীরা করতে পারে। এখন রোমান্সকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।’
‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবিটি ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পিছিয়েছে ছবিটির। নতুন খবর অনুযায়ী, চলতি বছরের ২ আগস্ট মুক্তি পাবে ছবিটি।