মনমোহন সিংয়ের মৃত্যু, ‘সিকান্দার’–এর টিজার মুক্তির দিন পেছালেন সালমান
বলিউড অভিনেতা সালমান খানের ৫৯তম জন্মদিন আজ। বিশেষ এ দিনটিতে মুক্তির কথা ছিল অভিনেতার পরবর্তী সিনেমা সিকান্দার–এর টিজার। বৃহস্পতিবার একটি ঝলক প্রকাশ করে এমনটাই ঘোষণা করেছিলেন বলিউডের ভাইজান। তবে, সেই রাতেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। এমন পরিস্থিতিতে অভিনেতার কথায় টিজার রিলিজ পিছিয়ে দেন সিনেমাটির প্রযোজকেরা।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংজির মৃত্যুর আলোকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিকান্দার টিজারের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। টিজারটি মুক্তি পাবে আগামীকাল ২৮ ডিসেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে।’
সারা বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বলিউডের বড় তারকারা তাঁদের ছবির মুক্তির দিন ঘোষণা করেন। আর বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। যতবারই ঈদে সালমানের ছবি মুক্তি পেয়েছে, ততবারই সেই ছবি সুপারহিট হয়েছে। চলতি বছর ঈদে বলিউড সুপারস্টার সালমান খানের কোনো ছবি মুক্তি পায়নি। তবে ভাইজান তাঁর অনুরাগীদের এবারের ঈদে ঈদি দিতে কিন্তু ভোলেননি। জানান, আগামী বছরের ঈদের দিনই মুক্তি পাবে পরবর্তী সিনেমা সিকান্দার।
এদিকে কয়েক মাস ধরে বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। এপ্রিল মাসে তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনায় তাঁকে হত্যার পরিকল্পনার কথাও জানা গিয়েছিল। কখনো ফোনে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো বা চিঠির মাধ্যমে তাঁকে মারার হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না সালমান। তাঁর পুরো মনোযোগ আসন্ন ছবি সিকান্দার-এর দিকেই! গুলিবর্ষণের ঘটনার পরও তিনি নিজের শিডিউলে কোনো বদল আনেননি। সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশমিকা মান্দানার সঙ্গে পর্দা ভাগ করবেন।