কোন কোন ছবিকে টেক্কা দিয়ে অস্কারে যাচ্ছে কিরণের ‘লাপাতা লেডিস’
প্রেক্ষাগৃহে মুক্তির পর সেভাবে দর্শক পায়নি। তবে নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক প্রশংসা পেয়েছিল ছবিটি। নতুন খবর, ভারত থেকে অস্কারে মনোনীত হয়েছে কিরণ রাওয়ের ছবিটি। খবর হিন্দুস্তান টাইমসের
ভারত থেকে অস্কারে কোন ছবিটি প্রতিনিধিত্ব করবে তা নিয়ে তুমুল চর্চা হয়েছে। শেষ পর্যন্ত ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ভারতের এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হলো ‘লাপাতা লেডিজ’কে। ছবিটির অন্যতম প্রযোজক আমির খান।
বলিউড হিট ‘অ্যানিমেল’, মালয়ালম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান পুরস্কার বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-সহ ২৯টি চলচ্চিত্রের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে ‘লাপাতা লেডিস’
অসমিয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটিকে একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।
তামিল চলচ্চিত্র ‘মহারাজা’, তেলুগু ‘কল্কি ২৮৯৮ এডি’ও ছিল অস্কারের সংক্ষিপ্ত তালিকায়।
চলতি বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিস’-এ অভিনয় করেছেন রবি কিষাণ, ছায়া কদম, নীতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।