তামিল অভিনেতা বিজয়ের স্কুলপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তামিল অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির স্কুলপড়ুয়া পেয়ে মীরা আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোরে চেন্নাইয়ের বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, বাসাতেই মীরা মারা গেছেন। খবর এনডিটিভির
বিজয় অ্যান্টনি ও তাঁর স্ত্রী ফাতিমার দুই মেয়ে, ১৬ বছর বয়সী মীরা চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। সে কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিল।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মীরাকে পান তাঁর বাবা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও ফেরেনি তিনি।
বিজয়ের মেয়ের মৃত্যুতে অভিনেতা, নির্মাতা ও কলাকুশলীরা শোক জানিয়েছেন। পরিচালক ভেঙ্কট প্রভু এক্সে লিখেছেন, ‘ঘুম ভেঙেই দুঃখজনক খবরটি পেলাম। বিজয় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
তামিল সিনেমার জনপ্রিয় সুরকারদের একজন বিজয়। পাশাপাশি গীতিকবি, প্রযোজক, শব্দ প্রকৌশলী ও পরিচালক হিসেবেও তিনি পরিচিত। ‘রাথাম’ নামে বিজয়ের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।