অনেক অপেক্ষার পর ফিরছেন পুষ্পা–শ্রীবল্লী
আর মাত্র কয়েকটা দিন। এরপরই মুক্তি পাবে চলতি বছরের সবচেয়ে আলোচিত ভারতীয় ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। আবার ‘পুষ্পা রাজ’ হয়ে বক্স অফিসে ঝড় তুলতে আসছেন আল্লু অর্জুন। আর তাঁর সঙ্গে থাকবেন ‘শ্রীবল্লী’রূপী রাশমিকা মান্দানা। গত শুক্রবার মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই তারকা ছবি ঘিরে নানা সুন্দর মুহূর্তের কথা মেলে ধরেছিলেন।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ছবির প্রচারণা অনুষ্ঠানে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার পর্দার রসায়ন যেন বাস্তবেও ধরা পড়েছিল। আল্লু এদিন সংবাদ সম্মেলনে বলেন, ‘পাঁচ বছর ধরে শুধু এই ছবির জন্য কাজ করছি। এই ছবির দুটি পর্ব মিলিয়ে শুটিং শেষ করতে আমার প্রায় পাঁচ বছর লেগেছে। আমি এই ছবির শুটিং শেষ করার অপেক্ষায় ছিলাম। চরিত্রের জন্য দাড়ি বাড়াতে বাধ্য হয়েছিলাম।’
আল্লু জানান, ‘পুষ্পা ২’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর তিনি খুব উদাস হয়ে গিয়েছিলেন। এই প্যান ইন্ডিয়া তারকা জানান, ‘“পুষ্পা” হিট হওয়া খুব জরুরি ছিল। শুধু আমার জন্য নয়, সমগ্র তেলেগু ইন্ডাস্ট্রির জন্য। পুষ্পা হিট হওয়ার পর জানতে পারি যে এটা ভারতের সবচেয়ে বড় হিট ছবি। আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়।’
২০২১ সালে ‘পুষ্পা দ্য রাইজ’-এ অভিনয় করে ভারতের জাতীয় পুরস্কার জয় করেন আল্লু অর্জুন। আর এই জয়ের সবচেয়ে বেশি কৃতিত্ব তিনি পরিচালক সুকুমারকে দিতে চান। এ প্রসঙ্গ টেনে বলেন, ‘সুকুমার আমাকে নিয়ে এমন এক ছবি বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য হবে। সুকুমার বলেছিলেন, তিনি সব পরিশ্রম দিয়ে এমন এক ছবি নির্মাণ করবেন, দর্শক যে ছবি দেখে মনে করবেন যে সঠিক জায়গায় পুরস্কার দেওয়া হয়েছে।’ অর্জুন আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা যে গত ৬৯ বছরে কোনো তেলেগু অভিনেতা জাতীয় পুরস্কার জেতেননি। এটা আমার মাথায় ছিল। তাই জাতীয় পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত বিশেষ এক অনুভূতি। সুকুমারের কারণেই এটা সম্ভব হয়েছিল।’
সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা এদিনের আয়োজনে তুলে ধরেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সংগীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার জয় করেন দেবী শ্রী প্রসাদ।
আল্লু অর্জুন বলেন, ‘আমরা দুজনেই চেন্নাইয়ের। দুজনেই হিন্দি ছবিতে কাজ করাকে অনেক বড় চ্যালেঞ্জিং মনে করতাম। হিন্দি ছবিতে কাজ করার স্বপ্ন অনেক দূরের বলে মনে হতো। আমি ডিএসপিকে (দেবী শ্রী প্রসাদ) জিজ্ঞেস করেছিলাম যে ও হিন্দি ছবিতে কেন কাজ করে না। জবাবে ও আমাকে পাল্টা জিজ্ঞেস করেছিল, আমি কেন হিন্দি ছবিতে কাজ করি না। বলেছিলাম, হিন্দি ছবিতে কাজ করব না। কারণ, তখন হিন্দি ছবিতে কাজ করা অনেক কঠিন ব্যাপার ছিল। আরও বলেছিলাম, ও হিন্দি ছবিতে কাজ করলে পরে আমি করব। প্রথমে ও হিন্দি (রেডি) ছবিতে কাজ করেছিল। আমি ওর সঙ্গে পুষ্পা করি, যা হিন্দিতে অনেক বড় হিট ছবি। দারুণ ব্যাপার যে এ ছবির জন্য আমরা দুজনেই জাতীয় পুরস্কার পেয়েছি।’ আল্লু জানান, সাড়ে ১২ হাজারের বেশি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ মুক্তি পাবে। আর এই ছবিকে এক উৎসবের রূপ দেওয়ার জন্য তিনি তাঁর ভক্তদের কৃতজ্ঞতা জানান।
ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে প্রথম দিনের শটের প্রসঙ্গে রাশমিকা মান্দানা বলেন, ‘প্রথম দিনে আমার শট ছিল দুধ বেচার একটা দৃশ্য। ওই দিন আমার আল্লু অর্জুনের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। সেদিন ভীষণ নার্ভাস ছিলাম। বুঝে উঠতে পারছিলাম না, তার সামনে কী কথা বলব। আজ এটা আমার আরেকটা ঘর। আমরা এক পরিবারের মতো হয়ে উঠেছি।’
এই দক্ষিণি নায়িকা আরও বলেন, ‘আমি যখনই মুম্বাইতে শুটিংয়ের জন্য আসতাম, তখন সবাই আমাকে একটাই প্রশ্ন করতেন যে “পুষ্পা ২” কবে আসবে। এখন সবাইকে বলতে পারি, ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।’