বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন রাশমিকা
গত বছরই অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবি দিয়ে বলিউডে অভিষেক। এরই মধ্যে নিজের শিকড় দক্ষিণি ছবিকে নাকি ভুলে গেছেন রাশমিকা মান্দানা! সম্প্রতি তাঁর করা বেশ কয়েকটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, যা কেন্দ্র করে দক্ষিণের সিনেমা তাঁকে বর্জনের ডাক দিয়েছেন কেউ কেউ। দ্বিতীয় সিনেমা ‘মিশন মজনু’র প্রচারে বিষয়টি নিয়ে কথা বলেছেন রাশমিকা।
রাশমিকা যে বক্তব্য নিয়ে এত সমালোচনা, এবার সে প্রসঙ্গে মুখ খুললেন রাশমিকা মান্দানা। তিনি জানান, তাঁর বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি তিনি দক্ষিণি ও বলিউড ছবির গানের তুলনা করেন। তিনি বলেন, রোমান্টিক গানে বলিউড এগিয়ে, অন্যদিকে দক্ষিণের মাসালা ধরনের গান ভালো হয়। এ মন্তব্য গণমাধ্যমে আসার পরই বিপাকে পড়েন অভিনেত্রী। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, দক্ষিণের ছবি দিয়েই রাশমিকার ক্যারিয়ার শুরু, সেই শিকড়কেই নাকি ভুলে গেছেন রাশমিকা!
তবে বিভিন্ন গণমাধ্যমে আসা তাঁর বক্তব্য প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আমি বলিনি দক্ষিণে রোমান্টিক গান বানাতে পারে না। কন্নড়, তামিল, তেলেগু ছবিতে আমার অনেক সুন্দর সুন্দর গান রয়েছে। এগুলোর জন্য আমি প্রশংসিত হয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। তারা আমার পুরো কথা শোনেনি। অর্ধেক কথা শুনেই তা ভুলভাবে প্রচার করা হয়েছে।’
রাশমিকা আরও বলেন, ‘আমি নিজের শিকড়কে ভুলিনি। শিকড়কে কখনো ভোলা যায় না।’ রাশমিকা হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল সিনেমায় অভিনয় করেছেন। এই চার ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞ বলে জানান তিনি।
রাশমিকার মন্তব্য ঘিরে এই যে এত বিতর্ক, তা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন রাশমিকা মান্দানা। তিনি বলেন, এখন থেকে মন্তব্য করতে আরও সতর্ক থাকবেন, যাতে মানুষের কাছে ভুল বার্তা না যায়।
২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে রাশমিকার বলিউডের ছবি ‘মিশন মজনু’। এ ছাড়া বলিউডের ‘অ্যানিমেল’ ছবিতেও দেখা যাবে তাঁকে। শুধু বলিউড নয়, দক্ষিণেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী। ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে দক্ষিণি ছবি ‘ভারিসু’। প্রথম দিনই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এ ছাড়া শিগগিরই ‘পুষ্পা ২’-এর শুটিংয়ে যোগ দেবেন রাশমিকা।