যে নতুন রেকর্ড গড়ল শহীদ কাপুর ও বিজয় সেতুপতির সিরিজ

‘ফরজি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শহীদ কাপুর, বিজয় সেতুপতি
এএফপি

চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফরজি’। ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডিকের সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর। সিরিজটি দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে তাঁর। আর তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ফরজি’ ইতিমধ্যে সবচেয়ে বেশি দেখা ভারতীয় ওয়েব সিরিজ। ৩ কোটি ৭১ লাখ ভিউ পার হওয়া সিরিজটি ‘মির্জাপুর’, ‘রুদ্র’, ‘পঞ্চায়েত’-এর মতো সিরিজকে হারিয়ে ওটিটিতে এখন সেরা। খবর ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার

শহীদ কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে খবরটি জানিয়ে লেখেন, ‘ফরজি-জ্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

‘ফরজি’র একটি দৃশ্যে কে কে মেনন
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

তাঁর শেয়ার করা পোস্টে ছিল ওরম্যাক্স গণমাধ্যমের সমীক্ষার ভিত্তিতে ‘ফরজি’র সেরা হওয়ার ঘোষণা। এই সিরিজের নির্মাতা রাজ-ডিকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য।’

‘ফরজি’র মাধ্যমে হিন্দিতে অভিষেক ঘটেছে দক্ষিণি তারকা বিজয় সেতুপতির। অনেকেই বলছেন, ‘ফরজি’র সেরা প্রাপ্তি বিজয় সেতুপতি। অনেক দর্শক ‘ফরজি’র মাইকেলকে নিয়ে আলাদা সিরিজের দাবিও তুলেছেন। এই সিরিজে অভিনয়ে আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না, কে কে মেনন, ভুবন আরোরা, অমল পালকার, রেজিনা কাসান্ড্রা প্রমুখ।

আরও পড়ুন

এই সিরিজে চিত্রশিল্পী সানির ভূমিকায় অভিনয় করেছেন শহীদ, যে কাজের স্বীকৃতি না পেয়ে নকল নোট তৈরি শুরু করে। অন্যদিকে ভারতকে জাল টাকামুক্ত করতে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা মাইকেলের চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতিকে।

অনেকেই মনে করছেন, কয়েক বছর আগে ভারতে পাঁচ শ ও এক হাজার রুপির নোট বাতিল থেকে সিরিজটির গল্প অনুপ্রাণিত হয়েছে। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, সরকারের নোট বাতিলের অনেক আগেই গল্পটি ভেবেছিলেন তাঁরা। শুরুতে সিনেমা হওয়ার কথা ছিল ‘ফরজি’। কিন্তু এত বড় গল্প সিনেমায় বলতে গেলে দৈর্ঘ্য অনেক বড় হবে, তাই সিরিজ আকারেই ‘ফরজি’ হয়।

‘ফরজি’তে বিজয় সেতুপতি
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর অভিনেতা শহীদ কাপুর এই সিরিজের দ্বিতীয় কিস্তি আসার কথাও বলেছেন গণমাধ্যমে। তবে তাঁর কথা অনুযায়ী, এটি আসতে আরও বছর দুয়েক সময় লাগতে পারে।