২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘তারে জামিন পার’-এর পর কেন প্রতিদিন কাঁদতেন ছোট্ট দার্শিল

সেই দার্শিল এখন। ইনস্টাগ্রাম থেকে

প্রথম সিনেমাতেই আমির খানের সঙ্গে অভিনয়। কেবল কি অভিনয়, সেই সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান ফিল্ম ফেয়ার পুরস্কারেও। হিন্দি সিনেমার নিয়মিত দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, হচ্ছিল দার্শিল সাফারির কথা।

আরও পড়ুন

২০০৭ সালে ‘তারে জামিন পার’ সিনেমা দিয়ে রাতারাতি খ্যাতি পান ছোট্ট দার্শিল। সম্প্রতি ইউটিউবার সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে দার্শিল জানান, ব্যাপক পরিচিতি পেলেও ‘তারে জামিন পার’-এর মুক্তির পর প্রতিদিনই কাঁদতেন তিনি।

প্রথম সিনেমার পর দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছেন দার্শিল। যেখানেই যেতেন, তাঁর সঙ্গে কথা বলতে ভিড় জমে উঠত।

‘তারে জামিন পার’-এর পোস্টার। আইএমডিবি

তবে এত ভালোবাসা, খ্যাতি পেয়ে ভীষণ চাপ অনুভাব করতেন দশ বছরের দার্শিল। এই চাপের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই কাঁদতেন তিনি।

সিদ্ধার্থ কানাকে তিনি বলেন, ‘তখন স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিদিনই কাঁদতাম। তখন আমার বাবা ও দাদার বয়সী মানুষজন রাস্তায় দেখলেই কাছে ডাকতেন। আমাকে নিয়ে তাঁদের ভালোবাসার কথা জানাতেন। আমি বুঝতাম না, কী হচ্ছে। আমাকে নিয়ে এত মাতামাতি কেন?’

দার্শিল এখন। ইনস্টাগ্রাম থেকে

দার্শিল সাফারির বয়স এখন ২৬। নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। হিন্দি ছাড়া ভারতের অন্যান্য ভাষার সিনেমাও করেছেন। এ ছাড়া টেলিভিশন ও ওয়েবেও দেখা গেছে দার্শিলকে।

অভিনেতা এখন ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘হাকুস বুকুস’-এর প্রচারে। এই স্পোর্টস ফিল্ম বানিয়েছেন রঞ্জিত সিং মাশিয়ানা। এখানে শচীন টেন্ডুলকারের ভক্ত এক তরুণের চরিত্রে দেখা যাবে দার্শিলকে।