হিন্দি সিনেমার যেসব সংলাপ এখনো মুখে মুখে ফেরে

‘মেরে পাস মা হ্যায়’—‘দিওয়ার’ সিনেমার এ সংলাপ এখনো মানুষের মুখে মুখে ফেরে। কেবল এ সিনেমাই নয়, বলিউডের অনেক সংলাপই মনে আছে সিনেমা–ভক্তদের। এমন জনপ্রিয় ১০ সংলাপ নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন।

বলিউডের অনেক সংলাপই মনে আছে সিনেমা–ভক্তদের। কোলাজ

‘দিওয়ার’ (১৯৭৫)
এ ছবিতে অমিতাভ বচ্চন শশী কাপুরকে এক দৃশ্যে বলেন, ‘মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, পয়সা হ্যায়...তুমহারে পাস ক্যায়া হ্যায়?’ এর উত্তরে শশী কাপুর বলেন, ‘মেরে পাস মা হ্যায়।’ এরপর এত বছর পেরিয়ে গেছে, কিন্তু এই সংলাপ হিন্দি সিনেমার দর্শক আজও ভুলতে পারেননি।

‘শোলে’ সিনেমায় আমজাদ খান। আইএমডিবি

‘শোলে’ (১৯৭৫)
এ ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। গাব্বার সিংয়ের সেই চরিত্র তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময়। শুধু ওই চরিত্র নয়, চরিত্রের কিছু সংলাপ এখনো মানুষ ব্যবহার করেন। এই যেমন গাব্বার সিংয়ের খুব জনপ্রিয় একটি সংলাপ, ‘কিতনে আদমি থে?’

‘শাহেনশাহ’ (১৯৮৮)
এ ছবিতে অমিতাভ বচ্চনের একটি সংলাপ ছিল এমন, ‘রিশতে মে তো হাম তুমহারা বাপ লাগতা হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ।’

‘শাহেনশাহ’ সিনেমায় অভিমাভ বচ্চন। আইএমডিবি

‘নমক হালাল’ (১৯৮২)
‘আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ওয়াক ইংলিশ, আই ক্যান রান ইংলিশ...বিকজ ইংলিশ ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ।’ অমিতাভের মুখের এই মজার সংলাপ মানুষ এখনো অনেক জায়গায় মজা করে ব্যবহার করেন।

‘অমর প্রেম’ (১৯৭১)
রাজেশ খান্নার ‘পুষ্পা, আই হেট টিয়ারস’ সংলাপটি মোটেও কোনো মজার সংলাপ ছিল না। কিন্তু দর্শক এ সংলাপ তামাশা করেই ব্যবহার করেন সব সময়।

আরও পড়ুন

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫)
শাহরুখ খান এ সিনেমায় নায়িকা কাজলকে এক দৃশ্যে বলেন, ‘বড়ে বড়ে শেহরো মে ইন ছোটি ছোটি বাতে তো হোতি রেহতি হ্যায়।’

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ব্যস...এটি শোনার পর বড় বড় শহরের মানুষের খুব মনে ধরে যায় সংলাপটি। তাই বুঝি মওকা পেলেই মজা করে কথার মধ্যে জুড়ে দেন এই লাইন।

‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭)
এই সিনেমার ভয়ালদর্শন খলনায়ক অমরেশ পুরির ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটি যাঁরা ছবিটি দেখেননি, তাঁদেরও অনেকের জানা আছে। কোনো কিছুতে খুশি হলে মজা করে এই সংলাপ দেওয়ার একটি চলও শুরু হয়েছিল সে সময়।

‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতে পর্দা ভাগাভাগি করেছিলেন একসঙ্গে বাবা সুনীল দত্ত ও ছেলে সঞ্জয় দত্ত।
সংগৃহীত

‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩)
‘টেনশন লেনে কা নেহি, টেনশন স্রেফ দেনে কা’—মুন্না ভাইয়ের চরিত্রে সঞ্জয় দত্তের এই সংলাপ যে এমন কালজয়ী হবে, সেটা হয়তো সংলাপ রচয়িতা নিজেও ধারণা করতে পারেননি।

‘ওম শান্তি ওম’ (২০০৭)
দীপিকা পাড়ুকোনের মুখে ‘এক চুটকি সিন্দুর কা কিমত তুম ক্যায়া জানো রমেশ বাবু’ খুব আবেগপ্রবণ একটি সংলাপ। কিন্তু মজা করে এটি এতবার ব্যবহার করা হয়েছে যে এই সংলাপ শুনলেই এখন হাসি পেয়ে যায়।

‘দাবাং’–এর দৃশ্য। আইএমডিবি

‘দাবাং’ (২০১০)
‘থাপ্পড় সে ডর নেহি লাগতা সাব, প্যায়ার সে লাহতা হ্যায়।’ সোনাক্ষী সিনহার প্রথম ছবি ‘দাবাং’-এ তাঁর অভিনয় যত না প্রশংসিত হয়েছে, তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাঁর এই সংলাপ।