দুবাইয়ে চাকরি করতেন, এখন সিনেমাপ্রতি ৩০ কোটি টাকা পারিশ্রমিক

‘৯৬’, ‘সুপার ডিলাক্স’ থেকে ‘পাঠান’ ও ‘মেরি ক্রিসমাস’–এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতি। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে অবলম্বনে আজ ৪৬তম জন্মদিনে এ অভিনেতাকে জানা যাক।
১ / ৬
অভিনয়ে নাম লেখানোর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে গিয়েছিলেন বিজয় সেতুপতি। কয়েক বছর সেখানে অ্যাকাউন্ট্যান্ট পদে কাজ করেছেন তিনি
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
২০০৩ সালে দুবাই থেকে ফিরে প্রেমিকা জেসিকে বিয়ে করেন। বিজয়ের এক বন্ধুর সহকর্মী ছিলেন জেসি। তিনিও একসময় দুবাইয়ে ছিলেন। বিজয়–জেসি দম্পতির এক পুত্র ও কন্যা রয়েছে
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
মাঝে চেন্নাইভিত্তিক একটি মঞ্চনাটকের দলে যোগ দেন। পার্শ্বচরিত্রে সিনেমায়ও কাজ করেন, টুকটাক টিভি ধারাবাহিকে কাজ করেছেন। তবে সেভাবে আলোর মুখ দেখেননি
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুন্দরাপান্দিয়ান’ সিনেমায় মূল চরিত্রে কাজের সুযোগ পান। ছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য পাওয়ার পর বিজয়কে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন পরিচালকেরা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খলচরিত্রে অভিনয়ের জন্য সিনেমাপ্রতি ২৫ কোটি রুপি পারিশ্রমিক নেন বিজয় সেতুপতি। বাংলাদেশি টাকায় তা ৩০ কোটির বেশি
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
‘সুপার ডিলাক্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। এর বাইরে ‘বিক্রম’, ‘মাস্টার’, ‘পেত্তা’সহ অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি
ছবি: ফেসবুক থেকে
৬ / ৬
তিনি মূলত তামিল সিনেমায় অভিনয় করলেও বলিউড, মালয়ালম, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি
ছবি: ফেসবুক থেকে