জটিল চরিত্র আকর্ষণ করে ফাতিমাকে

ফাতিমা সানা শেখ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন ফাতিমা সানা শেখ। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে ‘গীতা ফোগট’ চরিত্রে সবার নজর কেড়েছিলেন। এরপর বড় পর্দা ও ওটিটিতে একের পর এক প্রকল্পে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে এসেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বড় পর্দা হোক বা ওটিটি, সব সময় তাঁকে জটিল ও চ্যালেঞ্জিং চরিত্র বেশি টানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ঘিরে কিছু কথা বলেন ফাতিমা।

শুরুতে নিজের পছন্দের চরিত্র প্রসঙ্গে বলেন, ‘নানা স্তর থাকে, এমন ধরনের চরিত্র আমাকে বেশি আকর্ষণ করে। অনেক সময় এ ধরনের চরিত্রগুলো “ডার্ক” মনে হতে পারে। কারণ, এ ধরনের চরিত্রে অনেক জটিলতা এবং ভরপুর আবেগ থাকে।’

ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম

তরুণ এ অভিনেত্রীর ভাষ্য, ‘ক্যারিয়ারের একদম শুরুতেই “দঙ্গল” আমাকে সে সুযোগ দিয়েছে। এই ছবিতে আমি জটিল ও চ্যালেঞ্জিং এক চরিত্রে অভিনয় করেছি। “দঙ্গল” সব সীমা পার হয়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। এই ছবি আমার গোটা জীবন বদলে দিয়েছে। এরপর আমি অসংখ্য গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি এখন এমন এক জায়গায় অবস্থান করছি, যেখানে আমার রুচি অনুযায়ী ছবি নির্বাচন করার স্বাধীনতা পেয়েছি। “দঙ্গল” আমাকে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

ফাতিমার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশ ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমার বয়স যখন কম ছিল, তখন আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম আকর্ষণ করত; কিন্তু এখন আর করে না। আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা অন্যকে নীচু দেখিয়ে বা অপদস্থ করে আনন্দ পান, তাঁরা মেরুদণ্ডহীন। তাঁরা অন্য মানুষের ব্যর্থতাকে উদ্‌যাপন করেন। শুধু যে তারকারাই ট্রলের শিকার হন, তা কিন্তু নয়। সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা ট্রলের শিকার হন বেশি। দিন দিন এটি বাজে ও ভয়াবহ দিকে যাচ্ছে।’

ফাতিমা জানান যে আগে অনেক বিষয়ে তিনি রেগে যেতেন, কিন্তু এখন আর সহজে রাগেন না।

আরও পড়ুন

অভিনেত্রী বলেন, ‘অভিনেতা হিসেবে আমি এখন অনেক নিরাপদ অনুভব করি। আর আমি এখন অনেক শান্ত ও ধীরস্থির। এখন বুঝে গেছি যে অনেক বিষয় আমার নিয়ন্ত্রণের বাইরে। এখন আমি শুধুই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাকি কোনো কিছু আর পাত্তা দিই না।

ফাতিমা সানা শেখ
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একবার কেউ ভুল বা অন্যায় করলে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার চেষ্টা করি। কারণ, মনে হয়, তাঁরা হয়তো কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি অন্যকে বিচার না করার চেষ্টা করি। কারণ, আমি নিজেও সব সময় নিখুঁত নই। আমার মতে, আমি অন্যকে যেভাবে দেখব, অন্যজনও আমাকে সেভাবেই দেখবেন।’

২০২৫ সাল নিয়ে আশাবাদী ফাতিমা। ‘বছরটা আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর। এ বছর আমার বেশ কিছু ছবি ও সিরিজ মুক্তি পেতে চলেছে, আর সব কটিই আলাদা করে আলোচনায় আসার মতো। আশার আলো দেখছি এ জন্য যে বেশ কিছু ডাকসাইটে পরিচালক, সহ–অভিনেতা ও প্রযোজকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। দর্শক এ বছর আমাকে নানা স্বাদের চরিত্রে দেখবেন।’