‘বেশরম রং’-এ সেন্সরের কাঁচি, দীপিকার যেসব দৃশ্য বাদ পড়ছে

‘পাঠান’–এ দীপিকা
ইনস্টাগ্রাম

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’-এর পোস্টার মুক্তির পরই শুরু হয় আলোচনার ঝড়। পোস্টারটিতে খোলামেলা অবতারে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। পুরো গানটি মুক্তির পর বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

কেউ কেউ গানটির দৃশ্যায়নে অশ্লীলতার অভিযোগ তোলে। একটি পক্ষ আবার গানটির দৃশ্যে দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ারও অভিযোগ তোলেন। সব মিলিয়ে ছবিটি আদৌ সেন্সরে ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। সত্যি সত্যি প্রথম দফায় ছবিটি আটকে দেয় ভারতীয় সেন্সর বোর্ড। পরে অবশ্য ছাড়পত্র দেয়। তবে সেন্সর পেলেও ‘পাঠান’-এর ১০টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে বোর্ড।

‘বেশরম রং’-এর শুটিং হয়েছিল স্পেনে
ছবি : সংগৃহীত

গানটির সমালোচকদের অনেকেই বলেছিলেন, সিনেমাটি আদৌ সেন্সর পাবে না। পেলেও ‘পাঠান’ নাম থাকবে না, বাদ পড়বে ‘বেশরম রং’ গানটিও। কিন্তু সেন্সর বোর্ড সিনেমাটির নাম নিয়ে আপত্তি করেনি, থাকছে বহুল আলোচিত গানটিও। তবে গানের বেশ কয়েকটি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশনা এসেছে।

গানটিতে দীপিকার নিতম্বের ক্লোজআপ শট ও পাশ থেকে নেওয়া শট বাদ দিতে হবে
ইনস্টাগ্রাম

১০টি দৃশ্য কর্তনের আদেশের মধ্যে তিনটিই এসেছে ‘বেশরম রং’ গানের ক্ষেত্রে। সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গানটিতে দীপিকার নিতম্বের ক্লোজআপ শট ও পাশ থেকে নেওয়া শট বাদ দিতে হবে, এ ছাড়া গানের কয়েকটি শব্দ ছেঁটে ফেলারও নির্দেশনা এসেছে। তবে যে গেরুয়া রঙের বিকিনি নিয়ে এত কাণ্ড, সেটি গানটিতে থাকবে কি না, জানা যায়নি।

‘বেশরম রং’ গানের দৃশ্যে দীপিকা ও শাহরুখ

সেন্সর পাওয়ার পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, ১০ জানুয়ারি ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি দেওয়া হবে। ছবিটি পূর্বনির্ধারিত সময়ে অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি হিন্দি ছাড়া তামিল, তেলেগুসহ ভারতের বেশ কয়েকটি ভাষায়ও মুক্তি দেওয়া হবে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন ছাড়া সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন