অভিনেতা ইমরান খান এখন কোথায়? কী করছেন?


শিশুশিল্পী হিসেবে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। বড় হওয়ার পর নায়ক হিসেবে যাত্রা শুরু করেন ২০০৮ সালে। ‘জানে তু...ইয়ে জানে না’ সিনেমা দিয়ে। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই পরিচিতি পেয়েছেন আমির খানের ভাগনে ইমরান খান। তবে ২০১৫ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে নানা ব্যক্তিগত ঝামেলায় নাম জড়িয়েছে ইমরানের। আজ এ অভিনেতার জন্মদিন। চলুন, জেনে নিই এ অভিনেতা সম্পর্কে কিছু তথ্য
১ / ১৪
সম্পর্কে আমির খানের ভাগনে। বলিউডের স্বজনপোষণের রীতি অনুযায়ী আজ হিন্দি ছবির দুনিয়ায় রাজত্ব করা উচিত ছিল ইমরান খানের। তবে তিনি বলিউড থেকে কবেই বিদায় নিয়েছেন। আপাতত তাঁর পরিচয় তিনি শুধুই একজন সমাজকর্মী
ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
১৯৮৩ সালের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ইমরান খান
আইএমডিবি
৩ / ১৪
যদিও ইমরান খানের পদবি খান নয় একেবারেই। অভিনেতার আসল নাম ইমরান পাল
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
বলিউড বলে, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ভাগনে ইমরানও নাকি কম ‘পারফেকশনিস্ট’ নন! ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’-তে অভিনয়ের আগে তিনি তিন মাস দিল্লিতে থেকেছিলেন। হরিয়ানভি ভাষা শিখবেন বলে। ‘জানে তু ইয়া জানে না’, ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’, ‘ডেলহি বেলি’র মতো হিট ছবি তাঁকে বলিউড তারকাদের প্রথম সারিতে জায়গা করে দিয়েছিল
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
বলিউড অভিনেতা ইমরান খানের বাবা ছিলেন বাঙালি। তাঁর নাম অনিল পাল। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিনেতার মা একজন সাইকোলজিস্ট
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মায়ের বিয়ের আগের পদবিই ব্যবহার করার সিদ্ধান্ত নেন ইমরান
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
ইমরান খান কিন্তু ভারতীয় নন। তিনি মার্কিন নাগরিক। ওয়ার্ক পারমিট অর্থাৎ কর্মসূত্রে থাকার অনুমতি ব্যবহার করে ভারতে বসবাস করছেন। আপাতত ভারতেই থাকেন
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
নামী পরিবারের সন্তান। তারপরও ইমরানের পড়াশোনা উটির এক অখ্যাত স্কুলে। পরে নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে নির্দেশনা, সিনেমাটোগ্রাফি এবং চিত্রনাট্য লেখার বিষয়ে পড়াশোনা করেছেন। ডিগ্রি অর্জনের পর তিনি কয়েক বছর বিজ্ঞাপনী ও জনসংযোগ সংস্থায় কাজ করেন
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
মামার মতো ইমরানও ছবিতে গান গেয়েছিলেন। ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’য় ‘চার দিন কি’ গানটি গেয়েছেন। যদিও তাঁর গান মামার মতো জনপ্রিয় হয়নি
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
গানের পর রান্নাও প্রিয় ইমরান খানের। অভিনেতা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রান্না তাঁকে মন শান্ত রাখতে সাহায্য করে। ভাত ও ডাল তড়কা তাঁর প্রিয় খাবার
ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
প্রথম সিনেমা ‘জানে তু...ইয়ে জানে না’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ডেলি বেলি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’ ইত্যাদি সিনেমায় দেখা যায় তাঁকে। তবে পরের দিকে সিনেমাগুলো ফ্লপ হওয়ার পর আর বড় পর্দায় দেখা যায়নি ইমরানকে
ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
একটি ওয়েব সিরিজ দিয়ে আট বছর পর বলিউডে ফিরছেন অভিনেতা। তাঁকে দেখা যাবে আব্বাস টায়ারওয়ালা পরিচালিত সিরিজে
ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজটি নির্মাণ করছেন আব্বাস টায়ারওয়ালা। এই সিরিজ নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলছিলেন ইমরান
ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
স্পাই থ্রিলার ঘরানার সিরিজটি তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার গুপ্তচর-দুনিয়া নিয়ে। চলতি বছরের শেষের দিকে নাম ঠিক না হওয়া সিরিজটির শুটিং শুরু হবে
ইনস্টাগ্রাম থেকে