ঠিক যেন ‘বার্বি’

সারা দুনিয়ায় এখন চলছে ‘বার্বি’ নিয়ে মাতামাতি। মূল কারণ গত শুক্রবার মুক্তি পাওয়া গ্রেটা গারইগের সিনেমা ‘বার্বি’। অনেকেই তাই গোলাপি পোশাকে ছবি পোস্ট করছেন। এবার বার্বি-অবতারের হাজির কিয়ারা আদভানি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে
১ / ৪
পরনে গোলাপি পোশাক। কিয়ারা আদভানি যেন বার্বি। এভাবেই গতকাল ইন্ডিয়া কোচার উইকে পাওয়া যায় বলিউড অভিনেত্রীকে
এএফপি
২ / ৪
অনুষ্ঠানে কিয়ারা হাজির হয়েছিলেন ফাল্গুনি শেন পিকক জুটির নকশা করা পোশাকে
এএফপি
৩ / ৪
বার্বি সাজে তাঁর এই অবতার দারুণ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঠিক যেন বার্বি’
এএফপি
৪ / ৪
কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে, ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে
এএফপি