কাউকে ঘুষি মারতে পারব ভাবিনি

সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

রাজ-ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে রোমহর্ষক সব অ্যাকশন করে চমকে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। সিটাডেল: হানি বানি সিরিজে দক্ষিণি নায়িকাকে আবারও অ্যাকশন করতে দেখা যাবে। ‘সিটাডেল: হানি বানি’ রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ। এখানে ‘হানি’র ভূমিকায় আসতে চলেছেন সামান্থা। অ্যামাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় থাকা এ সিরিজটিও বানিয়েছেন রাজ-ডিকে।

রাজ-ডিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণি নায়িকা বলেছেন, ‘রাজ-ডিকে আমাকে প্রথম অ্যাকশনধর্মী চরিত্রে সুযোগ দিয়েছেন। আমি নিজেই কখনো এভাবে ভাবিনি।

‘সিটাডেল: হানি বানি’র পোস্টারে বরুণ ও সামান্থা। আইএমডিবি

আগে সব সময় পাশের বাড়ির মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করে এসেছি। পর্দায় কাউকে ঘুষি মারতে পারব ভাবিনি। রাজ-ডিকে আমার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছেন। নিজেকে আরও বড় পরিসরে অন্বেষণ করার সুযোগ পেয়েছি।’

‘সিটাডেল: হানি বানি’ প্রসঙ্গে সামান্থা বলেছেন, ‘স্পাই সিরিজে আমরা সাধারণত পুরুষদের দাপটই দেখি বেশি। তাদের ঘিরেই ছবির গল্প লেখা হয়। কিন্তু এই সিরিজে নারী-পুরুষ দুজনকেই সমান সুযোগ দেওয়া হয়েছে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বরুণ ও সামান্থা। এএফপি

এমনকি সেটা অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রেও সত্য। এটা দুর্দান্ত ব্যাপার। আশা করি, ভবিষ্যতে নারীদের জন্য এ রকমই বৈচিত্র্যময় চরিত্র লেখা হবে।’

ছবি নির্বাচনের ক্ষেত্রে তিনি কতটা খুঁতখুঁতে? এমন প্রশ্নের জবাবে সামান্থা বলেছেন, ‘আমার কাজের সংখ্যা আগের চেয়ে কমে গেছে।

সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আগে বেশি কাজ করতাম। এখন সংখ্যার চেয়ে মানের দিকে বেশি জোর দিচ্ছি। তাই কাজের সংখ্যা কমে কাজের গুণগত মান আগের চেয়ে বেড়েছে। আর এটা সম্ভব হচ্ছে, এখন আমি সঠিক প্রকল্প নির্বাচন করছি।’

আরও পড়ুন

সিরিজটিতে বানির চরিত্র করছেন বরুণ ধাওয়ান। এর মধ্যেই সিরিজটির দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে অ্যাকশন, হাস্যরস আর সংলাপ নিয়ে অন্তর্জালে বিস্তর আলোচনা হয়েছে। ১৫ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘সিটাডেল: হানি বানি’।