মনের মতো চরিত্রের সন্ধানে
সম্প্রতি বাঙালি গৃহবধূ দুর্গার চরিত্রে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে গৃহবধূর আড়ালে তাঁর আরেকটি পরিচয় লুকিয়ে আছে ‘মিসেস’ আন্ডারকভার ছবিতে। রাধিকা এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। ওটিটিতে মুক্তি পাওয়া এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে নানা কথা বলেছেন রাধিকা।
রাধিকা সম্প্রতি ছবিটি নিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমার মনে হয়, এই ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঘরানা। আমরা সচরাচর যেমন ছবি দেখি, তার চেয়ে এটা সম্পূর্ণ আলাদা ঘরানার। এখানে একটি চরিত্রের নিজের মূল্য খুঁজে পাওয়ার লড়াই। আমার মনে হয়, সবাই আত্মবিশ্বাস আর ভালোবাসা পাওয়ার জন্য সংগ্রাম করে চলেছি। তাই এই চরিত্রের সঙ্গে আমি নিজেকে সংযোগ করতে পেরেছি।’
এই ছবিতে স্টান্ট করেও দারুণ মজা পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ স্টান্ট দারুণ উপভোগ করেছি। কারণ, আগে কখনো এ রকম কিছু করিনি। অনেক সময় আমাকে পুরোদস্তুর অ্যাকশন করতে হয়েছে। তবে সব মিলিয়ে খুব মজা পেয়েছি।’
এ ছাড়া রাধিকা ইন্ডিয়া টিভির ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নিজের ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বলেছেন।
রাধিকা বলেন, ‘আমি আসলে মনের মতো চরিত্রের সন্ধানে থাকি, ভালো চিত্রনাট্য চাই। এখনকার দিনে ভালো চিত্রনাট্য খুঁজে পাওয়া মুশকিল। এখন প্রত্যেকে যেন অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে প্রকল্প শেষ করছে। এমনকি মনের মতো চরিত্র পাওয়াও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অনেক বিষয় আছে, যার সঙ্গে আমাকে ফিট হতে হয়।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘আমি কখনো দেশে, কখনো বিদেশে থাকি। আমার যখন মন চায়, তখনই আমি কাজ করি। কখনোই বেশি কাজ করি না। কারণ, তাতে ক্লান্ত অনুভব করি। আমার কাজের ধরন এ রকমই। যখন কাজ করি না, তখন পড়াশোনা করি, লেখালেখি করি। মানে, অভিনয়ের বাইরে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি।’নবগত পরিচালক অনুশ্রী মেহেতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে রাধিকা আপ্তে ছাড়াও সুমিত ভ্যাস, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায়সহ আরও অনেকে আছেন।