রাজ মালহোত্রা হয়ে ২৬ বছর পর ফিরছেন ববি

ববি দেওল। এএনআই

হিন্দি সিনেমায় সিকুয়েলের ধারা নতুন নয়। অনেক ছবিরই নতুন কিস্তি হয়েছে, হচ্ছে, হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ২০ থেকে ২৫ বছর আগের ছবির সিকুয়েল তৈরিতে বলিউড যেন আদাজল খেয়ে নেমেছে। গদার ২–এর সাফল্যকে যেন ধ্রুবতারা মানছেন বলিউডের নির্মাতারা। এসেছে একাধিক সিনেমার সিকুয়েলের ঘোষণা। সানি দেওলের পর এবার নিজের পুরোনো সিনেমা নিয়ে ফিরছেন ববি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সোলজার’ সিনেমার সিকুয়েলে দেখা যেতে পারে ববি দেওলকে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘সোলজার’। চলচ্চিত্র নির্মাতা জুটি আব্বাস–মস্তান পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। ববি দেওল-প্রীতি জিনতা অভিনীত সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের তালিকায়। সিনেমাটিতে রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করেছিলেন ববি। ২৬ বছর পর এবার এ সিনেমার সিকুয়েলের ঘোষণা দিলেন প্রযোজক রমেশ তুরানি। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরানি জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরই শুরু হবে শুটিং। তবে ‘সোলজার ২’–এ আবারও ববি-প্রীতিকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেননি তিনি।

সংবাদমাধ্যমটিকে প্রযোজক রমেশ তুরানি বলেন, ‘আমরা এখনো কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি। আসলে গল্প সাজানোর ওপর নির্ভর করছে, ববি আর প্রীতি এই নতুন ছবিতে কাজ করবেন কি না। তবে আপাতত বলতে পারি, আগামী বছরই শুটিং শুরু হচ্ছে।’
তবে এর আগে এক সাক্ষাৎকারে ‘সোলজার ২’ সিনেমায় অভিনয়ে ইঙ্গিত দিয়েছিলেন ববি দেওল। তিনি বলেছিলেন, ‘অনেক দিন হয়ে গেল! হয়তো “অ্যানিমেল” সিনেমার পর টিপসের কর্ণধার রমেশ জি আমার সঙ্গে সোলজার ২ করার কথা ভাববেন।’

১৯৯৮ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘সোলজার’। রমেশ তুরানির প্রযোজনায় সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস-মস্তান। রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাকড চরিত্র দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সিনেমাটিতে তাঁর বিপরীতে প্রশংসা কুড়ান প্রীতি জিনতা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সাক্সেনা ও আশিস বিদ্যার্থী।