ভিড়ে আলোকচিত্রীর জুতা খুলে যায়, আলিয়া নিজেই জুতা তুলে এগিয়ে দেন

আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

পাপারাজ্জিদের সঙ্গে অনেক সময় বলিউড তারকাদের দা-কুমড়ার সম্পর্ক দেখা যায়। বিশেষ করে ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করতে পাপারাজ্জিদের মরিয়া চেষ্টা নিয়ে প্রায় বিরক্তি প্রকাশ করেন তারকারা। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। এক পাপারাজ্জির জুতা খুলে যাওয়ার পর সেটা হাতে নিয়ে ফিরিয়ে দিলেন আলিয়া ভাট নিজেই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

সম্প্রতি মা সোনি রাজদান, বোন শাহীন ভাটের সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন আলিয়া ভাট।

পাপারাজ্জির জুতা হাতে আলিয়া
ভিডিও থেকে নেওয়া

সেখানেই ঘটে ঘটনা। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় তাঁদের ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট-দুনিয়ায়।

আরও পড়ুন

ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে এক আলোকচিত্রীর জুতা খুলে যায়। এরপরই আলিয়া নিজেই জুতাটি তুলে ওই আলোকচিত্রীকে এগিয়ে দেন। তাঁর এই আচরণে মুগ্ধ নেট-দুনিয়া।

টুইটারে এই ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, এটাই আলিয়া ভাট। তিনি তারকা নন, বরং সাধারণ মানুষের মতোই আচরণ করেছেন। অনেকেই এত তারকাখ্যাতি পাওয়ার পর তাঁর আচরণের প্রশংসা করে লিখেছেন, ‘আলিয়ার পা এখনো মাটিতেই আছে।’

এদিকে আলোচনার মধ্যই প্রেক্ষাগৃহে আসছে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত রোমান্টিক ছবিটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র একটি দৃশ্যে রণবীর সিং ও আলিয়া ভাট
টুইটার

২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।