এত জনপ্রিয়, তবু কেন অভিনয় ছেড়েছেন এই অভিনেত্রী
বলিউডে জনপ্রিয় মুখ ছিলেন এই দক্ষিণি তারকা। আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ দিয়েছিলেন। এরপর সালমান খানের বিপরীতে ‘রেডি’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা।
একে একে বলিউডের বড় বড় তারকার বিপরীতে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর অভিনীত ছবিগুলো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি আর কেউ নন, অসিন। তবে খ্যাতির শীর্ষে থেকেও অভিনয় ছেড়ে দেন তিনি। কিন্তু কেন? জেনে নেওয়া যাক ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ অবলম্বনে।
আমির খান, সালমান খান ছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমায় অভিনয় করেছিলেন অসিন। একসময় শুধু বলিউড নয়, অভিনয়ও ছেড়ে দেন অসিন। মূলত বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান অসিন।
অভিনেত্রী ক্যারিয়ারের চেয়ে পরিবারকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তবে অসিনের এই বিয়ের সঙ্গেও রয়েছে ‘অক্ষয়-যোগ’। কারণ, অসিন যাকে বিয়ে করেন, তাঁর সঙ্গে অক্ষয়ই তাঁকে পরিচয় করিয়ে দেন!
‘খিলাড়ি ৭৮৬’ সিনেমার শুটিংয়ের সময় অক্ষয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় অসিনের।
এরপর অভিনেত্রী অক্ষয়কে জানান, বিয়ে করার চিন্তাভাবনা করছেন তিনি। ‘হাউসফুল ২’ সিনেমাতেও অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন অসিন। সেই সিনেমার প্রচারে যাওয়ার সময় নিজের বন্ধু পরিচয়ে রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে অসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়। রাহুলের আচরণ পছন্দ হয়েছিল অসিনের। কিন্তু অক্ষয়ের এই বন্ধুর আসল পরিচয় জানতেন না অসিন।
পরে অসিন জানতে পারেন যে রাহুল এক নামী মোবাইল সংস্থার মালিক। এত বড় একজন মানুষ হয়েও তাঁর মধ্যে ছিল না কোনো অহংকার। এ আচরণ অসিনের মনে ধরে। এরপরই রাহুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অসিনের। চার বছর সম্পর্কে থাকার পর রাহুলকে বিয়ে করেন অসিন। বিয়ের পরই অভিনয়কে বিদায় জানান এই নায়িকা। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
এ কারণেই অনেকে মজা করে বলেন থাকেন, অক্ষয়ের কারণেই বলিউড ছেড়েছেন অসিন। যদিও এ ছাড়া আরেকটি কারণ শোনা যায় তাঁর অভিনয় ছাড়া নিয়ে। বলিউডে আসার পর দক্ষিণি সিনেমার কাজ ছেড়ে দিয়েছিলেন; কিন্তু ২০১৫ সালের পর বলিউডে নাকি কাজ পাচ্ছিলেন না তিনি। তাই অভিনয় ছেড়ে সংসারে পুরোপুরি মনোযোগ দেন তিনি।