জাহ্নবী যে ৫ কারণে বারবার ব্যর্থ হন

জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ছয় বছরের ক্যারিয়ার, তবু এখনো নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জাহ্নবী কাপুর। তাঁর অভিনীত প্রায় সব সিনেমাই সেভাবে ব্যবসা করতে পারেনি। গত ২ আগস্ট জাহ্নবীর মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘উলঝ’ সাত দিনে মাত্র সাত কোটি রুপি আয় করেছে! কিন্তু কেন বারবার ব্যর্থ হচ্ছেন জাহ্নবী? ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।

সিনেমা বাছাইয়ে দুর্বলতা
প্রথম সিনেমা ‘ধড়ক’ থেকে শুরু করে ‘গুড লাক জেরি’, ‘মিলি’—জাহ্নবী কাপুর অভিনীত অনেকগুলো সিনেমাই ছিল রিমেক। সাম্প্রতিক সময়ে হিন্দিতে রিমেক হওয়া বেশির ভাগ সিনেমাই ডাহা ফ্লপ করছে। ব্যতিক্রম হয়নি জাহ্নবী অভিনীত সিনেমাগুলোও। এ ছাড়া তাঁর অভিনীত অন্য সিনেমাগুলোর ক্ষেত্রেও বলা যায়, তাঁর সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে তিনি চিত্রনাট্য বাছাইয়ে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেননি।

‘উলঝ’–এ জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভালো নির্মাতা না পাওয়া
নিতেশ তিওয়ারি ছাড়া ক্যারিয়ারে খুব বেশি ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারেননি জাহ্নবী, এটা তাঁর ব্যর্থতার অন্যতম বড় কারণ। জাহ্নবী অভিনীত বেশির ভাগ সিনেমার নির্মাতা ছিলেন নতুন। এটিও অভিনেত্রীকে ভুগিয়েছে।

অভিনয় দুর্বলতা
জাহ্নবী কাপুরকে অভিনয়ে আরও উন্নতি করতে হবে—এটি তাঁর অভিনীত সিনেমা মুক্তির পর সমালোচকদের বড় অভিযোগ থাকে। ক্যারিয়ারে ছয় বছর পার করে ফেললেও জাহ্নবীর অভিনয়ের দৃশ্যমান উন্নতি হয়নি।

জাহ্নবী কাপুর। এএফপি

ইনস্টা-ইমেজ
ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুর ব্যাপক জনপ্রিয়। তাঁর পোস্ট করা আবেদনময়ী ছবি, ভিডিও নিয়ে অন্তর্জালে চর্চা হয়। ইনস্টাগ্রামে আবেদমনময়ী রূপে দেখা গেলেও পর্দার জাহ্নবী পুরোপুরি অন্য রকম। এখানে বেশির ভাগ সময়ই তাঁকে দেখা যায়, ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রে। অনেক সমালোচক মনে করেন, নাচে, গান, অ্যাকশনধর্মী সিনেমায় জাহ্নবীর সফল হওয়ার সম্ভাবনা আছে। কারণ, এসব সিনেমায় নায়িকার খুব বেশি কিছু করার সুযোগ থাকে না, মূলত নায়কনির্ভর হয়।

জাহ্নবী কাপুর। এএফপি

কিন্তু জাহ্নবী এখনো এ ধরনের সিনেমায় অভিনয় করেননি। এটিও তাঁর ব্যর্থতার বড় কারণ।

ভক্ত-অনুসারী তৈরি করতে না পারা
বলিউডের প্রায় সব তারকার ক্যারিয়ারেই একটা করে বড় হিট সিনেমা থাকে। যে সিনেমা দিয়ে তাঁর আলাদা ভক্ত-শ্রেণি তৈরি হয়।

‘দেবারা: পার্ট ১’ সিনেমার পোস্টারে এনটিআর জুনিয়র ও জাহ্নবী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কিন্তু জাহ্নবীর এমন কোনো সিনেমা নেই। অনেক নায়িকা আবার কোনো সুপারহিট গান দিয়ে পরিচিতি পান। ক্যারিয়ারে এমন কোনো জনপ্রিয় গানেরও অংশ হতে পারেননি জাহ্নবী।

আরও পড়ুন

মুক্তির অপেক্ষায় আছে জাহ্নবীর নতুন ছবি ‘দেবারা: পার্ট ১’। এই তেলেগু অ্যাকশন ছবিতে প্রথমবারের মতো এনটিআর জুনিয়রের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী। অনেকে মনে করছেন, এ ছবিটি দিয়ে হয়তো অভিনেত্রীর ক্যারিয়ারে বাঁকবদল আসতে পারে।