কোন গোপন কথা প্রকাশের ঘোষণা দিলেন কিয়ারা
অনেক দিন ধরেই বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। দুই তারকার কেউই অবশ্য তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি, বিয়ের তো অনেক দূর। তবে চলতি বছর ‘কফি উইথ করণ’-এ কিয়ারা স্বীকার করে নেন, সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর চেয়েও বেশি। পরে সিদ্ধার্থও আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, বিয়ের সিদ্ধান্ত নিলে সবাই জানতে পারবেন। কারণ, এখনকার দিনে কোনো কিছু গোপন রাখা যায় না। এবার কি তবে সে সময় চলে এসেছে? কিয়ারা আদভানি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন, যা নতুন করে আবারও উসকে দিয়েছে তাঁদের বিয়ের গুঞ্জন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান হতে পারে চণ্ডীগড়ের একটি অভিজাত রিসোর্টে। চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস স্পা অউর রিসোর্ট’ নাকি আপাতত তাঁদের বিয়ের ভেন্যু বলে ভাবা হচ্ছে। চণ্ডীগড়ের এই অভিজাত রিসোর্টে গাঁটছড়া বেঁধেছিলেন দুই বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখাও।
বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই কিয়ারা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বেশি দিন আর গোপন রাখতে পারব না। শিগগিরই ঘোষণা আসবে...সঙ্গে থাকুন...২ ডিসেম্বর।’
অভিনেত্রীর এই পোস্ট যেন সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে। অনেক ভক্তই মনে করেছেন, আগামী ২ ডিসেম্বর বিয়ের ঘোষণা দিতে চলেছেন তিনি।
অনেক ভক্ত আবার এতটা নিশ্চিত নন। তাঁরা মনে করেছেন, এটি তাঁর নতুন কাজের খবরও হতে পারে। তবে সত্যিটা যে কী, সেটা অবশ্য খোলাসা করেননি কিয়ারা।
অভিনেত্রী এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’র প্রচারে। আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি। ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে কিয়ারা ছাড়া আরও আছেন ভিকি কৌশল ও ভূমি পেড়নেকর।