সালমানের বদলে ৬০০ কোটির সিনেমায় আল্লুকে নিলেন অ্যাটলি

সালমান, আল্লু অর্জুন ও অ্যাটলিকোলাজ

অ্যাটলি কুমারের ‘বেবি জন’ ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। এই ছবির প্রচারণার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একটি ছবি করবেন। কিন্তু শোনা যাচ্ছে, অ্যাটলি তাঁর পরবর্তী ছবিতে সালমানের বদলে প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন। আল্লুকে নিয়ে তিনি শিগগিরই ছবির শুটিং করতে চলেছেন বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে আল্লুর সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে।
সমালোচকেরা ধারণা করছেন যে ‘বেবি জন’ মহাফ্লপ হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি। তাই তড়িঘড়ি করে তিনি পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন সালমানকে। কারণ, বক্স অফিসের দিকে তাকালে দেখা যাবে যে ভাইজানের অভিনীত শেষ কয়েকটা ছবি ভালো ব্যবসা করতে ব্যর্থ। বলা যায়, সালমানের ক্যারিয়ার এখন পড়তির দিকে।

আর তাই অ্যাটলি তাঁর ছবিতে এমন নায়ককে আনতে চান, যাঁর হাত ধরে তাঁর ব্যবসা আসবে। আর এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা, তা বলার অপেক্ষা রাখে না। অ্যাটলি চেয়েছিলেন, সালমান আর রজনীকান্তকে বড় পর্দায় একসঙ্গে আনতে। কিন্তু ভাইজানকে বাদ দেওয়ার পর এখন রজনীকান্তর জায়গায় অন্য অভিনেতার সন্ধানে আছেন তিনি।

‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে

জানা গেছে, অ্যাটলির এই ছবির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকা। আর ছবিটি প্রযোজনা করছে ‘সান পিকচার্স’। অ্যাকশনে ভরপুর ছবিটি পুনর্জন্মের ওপর আধারিত হবে বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। কানাঘুষা শোনা যাচ্ছে যে এই তিন নায়িকার মধ্যে একজন বলিউড তারকা জাহ্নবী কাপুর। এখন ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হবে। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছর। তবে অ্যাটলির এই ছবির এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অ্যাটলি কুমার
ফেসবুক

অ্যাটলির এই ছবির জন্য আল্লু অর্জুন বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। ‘পুষ্পা’ অভিনেতা দীর্ঘদিন ভারতের বাইরে ছিলেন। অনেকে ভেবেছিলেন যে ‘পুষ্পা ২’ ছবির চূড়ান্ত সফলতার পর আল্লু ছুটি কাটাতে বিদেশে গেছেন। কিন্তু আসলে এই দক্ষিণি তারকা বিশেষ প্রশিক্ষণ নিতে বিদেশে গিয়েছিলেন। আল্লুর কাছের বন্ধু ‘থান্ডেল’ ছবির নির্মাতা বান্নি ভাস এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, সুযোগ পেলেই আল্লু অভিনয়সংক্রান্ত নতুন কিছু শেখার চেষ্টা করেন। বিদেশে গিয়ে অভিনয়সংক্রান্ত নানা কোর্সও করেন এই প্যান ইন্ডিয়া তারকা।

সালমান খান
ভিডিও থেকে

সামনের ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। ছবিটি ২৮ মার্চ মুক্তি পাবে। ‘সিকান্দার’ ছবিতে জুটি বেঁধে আসছেন সালমান ও রাশমিকা মান্দানা। এই অ্যাকশন ড্রামাধর্মী ছবিতে সালমান ও রাশমিকা ছাড়া আছেন কাজল আগারওয়াল, প্রতীক বব্বর, শরমন যোশি, সত্যরাজ।