দুঃসময় থেকে সুসময়ে পৌঁছে দিয়েছে ‘আশ্রম’

ববি দেওল। এএনআই

তখন পেশাগত জীবনে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ববি দেওল। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের কল্যাণে আবার পায়ের তলায় মাটি ফিরে পান এই বলিউড তারকা। গত বুধবার মুক্তি পেয়েছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ববি বলেছেন, আশ্রম–এর আশ্রয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ভ্রমণ শুরু করতে পেরেছেন তিনি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক প্রকাশ ঝাকেই দিয়েছেন। রীতিমতো আবেগাপ্লুত কণ্ঠে ববি বললেন, ‘আজ আমি যা কিছু করছি, তা প্রকাশ ঝার কারণেই। একটা সময়ে হাতে কোনো কাজ ছিল না। তখন একটা কাজের খোঁজে হন্যে হয়ে থাকতাম। নিজের ইমেজ বদলানোর চেষ্টায় ছিলাম। কোনো সুযোগই তখন প্রায় পাচ্ছিলাম না। এই চরম দুঃসময়ে আমার কাছে একটা ফোন আসে। আর আমাকে “আশ্রম ” বিষয়ে বলা হয়। আমাকে বলা হয় যে সিরিজটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। গুপ্ত ছবির ডাবিংয়ের সময় প্রকাশজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে সময় আমি ওনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম।’

আরও পড়ুন
ববি দেওল
এক্স থেকে

সিরিজে ববিকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। চরিত্রের নাম ‘বাবা নিরালা’, এক আশ্রমের তিনি প্রধান। ববি বলেন, ‘প্রকাশজি গল্পটা আমাকে যখন পড়ে শোনান ভেবেছিলাম, আমাকে পুলিশ অফিসারের চরিত্রের জন্য ভাবা হচ্ছে। প্রকাশজি আমাকে বলেন যে আমি বাবার চরিত্রে অভিনয় করব। সত্যি বলতে, তখন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। বুঝে উঠতে পারছিলাম না এই চরিত্র আদৌ করতে পারব কি না। প্রকাশজি বললেন, “হুম আপনিই বাবা। নিজের মনকে বিশ্বাস রাখুন, আপনিই বাবা।” “আশ্রম”–এর কথা শুধু আমার স্ত্রী তানিয়াকে জানিয়েছিলাম। এমনকি বাবা (ধর্মেন্দ্র) এবং ভাইয়াকেও (সানি দেওল) জানাইনি। কারণ জানতাম, এ ধরনের চরিত্রে তাঁরা আপত্তি জানাবেন। আমার স্ত্রী জানত যে আমি তখন একটা কাজের খোঁজে আছি। আর মনের মতো কাজ আমি পাচ্ছিলাম না।’

সিরিজ নিয়ে এতটাই আগ্রহ যে অনুষ্ঠানে একাই অনেক কথা বলে গেলেন ববি। মা–বাবার প্রতিক্রিয়া জানাতে গিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকাপুত্র। বললেন, ‘আম্মি জানালেন, প্রতিদিন তাঁর বান্ধবীরা নাকি ফোন করছেন। তাঁরা নাকি আমার অভিনয়ের প্রশংসা করছেন। পিতাজি তো একদিন ডেকে জানালেন, ওনার বন্ধুরাও আমার অভিনয়ের প্রশংসা করছেন। পিতাজি খুব খুশি। ভাইয়া একই কথা বলছেন। ওনার বন্ধুরা নাকি আমার সঙ্গে কথা বলতে চান। সব কৃতিত্ব আমি প্রকাশজিকেই দেব। উনি আমার জীবন বদলে দিয়েছেন।’

আরও পড়ুন
পর্দায় ববি দেওল
এক্স থেকে

‘আশ্রম’ সিরিজের প্রথম সিজন ২০২০ সালে এমএক্স প্লেয়ার-এ স্ট্রিম হয়েছিল৷ তৃতীয় সিজনের দ্বিতীয় পর্ব ২৭ ফেব্রুয়ারি অ্যামাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে।