আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছেকোলাজ

বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। তাই এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন। কিন্তু এরই মধ্যে একটি দুঃসংবাদ আল্লু ও তাঁর অগণিত ভক্তের জন্য।

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে গেছে।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।

আরও পড়ুন

এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তাঁর স্বামী এবং ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তাঁর নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান। আল্লুকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন। এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তাঁর ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে ছিল। কিশোরটিকে সঙ্গে সঙ্গে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়। চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। পরিবারের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি।

এ মামলাকে ঘিরে আল্লুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। স্থানীয় পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তাঁর নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন। তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি।

‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে
আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ। রেবতীর মৃত্যুর আট দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে আল্লুকে।

আরও পড়ুন
‘পুষ্পা ২’–এর গানের দৃশ্যে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে

এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আল্লু অর্জুন তাঁর ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা ২’-এর নায়িকা রাশমিকা মান্দানা রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে আল্লু বলেন, ‘সন্ধ্যা থিয়েটারে যে দুর্ঘটনা ঘটেছে, তা হওয়া উচিত হয়নি। আমি সেখানে গিয়েছিলাম। পুরো ছবিটা দেখতেও পারিনি; কারণ, সে সময় আমার ম্যানেজার আমাকে বলেছিলেন যে এখানে অনেক ভিড়, আমাদের এখান থেকে চলে যেতে হবে। পরদিন সকালে আমি ঘটনাটি শুনে হতবাক হয়েছিলাম। সত্যি খুব খারাপ লেগেছে শুনে। এই পুরো বিষয় নিয়ে সুকুমার স্যারও খুব বিরক্ত। আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিবারকে ২৫ লাখ টাকা দিয়েছি। আমরা তাদের সময় দিয়েছি, যাতে এই শোক থেকে বেরিয়ে আসতে পারে। আমি পরে এক দিন গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব। পাশে থাকব এবং তাদের সাহায্য করব।’