২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অভিনেতাদের অপ্রয়োজনীয় চাওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন নওয়াজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি : এএফপি

তারকাদের আকাশচুম্বী পারিশ্রমিক ও আনুষঙ্গিক চাহিদার কারণে হিন্দি সিনেমা নির্মাণের খরচ বেড়ে গেছে। সম্প্রতি এ বিষয় নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ, অভিনেত্রী কৃতি শ্যাননসহ অনেকেই।

আরও পড়ুন

এবার মুখ খুললেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। খবর হিন্দুস্তান টাইমসের

বলিউড এ মুহূর্তে সামগ্রিকভাবে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। কিছু ছবি ছাড়া বেশির ভাগ ছবিই ব্যর্থ। এমনকি বড় বাজেটের ছবিও সেভাবে ব্যবসা করতে পারছে না, সে ক্ষেত্রে অনেক সময়ই প্রযোজনা সংস্থাগুলোকে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
এক্স থেকে

অনেকেরই অভিযোগ, এসবের মধ্যে বহু অভিনেতার বায়নাক্কার কারণেও ছবি প্রযোজনার খরচ অনেকটাই বেড়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাঁর কথায়, ‘এটা তো আজ থেকে নয়, বহুদিনের সমস্যা।’

নওয়াজুদ্দিন বলেন, ‘কিছু অভিনেতার অনেক অপ্রয়োজনীয় চাহিদা রয়েছে, তাঁরা সবকিছুই বিলাসবহুল চায়। একটা জিম করার জন্য, একটা রান্নার জন্য, একটা খাওয়ার জন্য, গোসল করার জন্য, চিত্রনাট্যের লাইন অনুশীলন করার জন্য ভ্যানিটি ভ্যান চায়। এটা পাগলামো। পাগলরাই পাঁচটা ভ্যানিটি ভ্যান নিয়ে ঘোরে।’

একই প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, ‘একজন অভিনেতা অকারণে কেন প্রযোজনার খরচ বাড়াতে চান বুঝি না! নবাবদেরও এত দাবি ছিল বলে মনে হয় না। এটা ভীষণই ভুল। এর পরিবর্তে ছবিতে টাকা ঢালুন, তাতে আখেরে ছবির জন্য ভালো হবে।’
নওয়াজুদ্দিন সিদ্দিকীকে সামনে দেখা যাবে জি ফাইভের ছবি ‘রাউতু কা রাজ’-এ।