তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, পুনমের উদ্দেশে একতা

পুনম পান্ডে
ইনস্টাগ্রাম থেকে

মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসার পরদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বলিউড তারকা পুনম পান্ডে বলেন, তিনি বেঁচে আছেন। গত শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়। পরে তাঁর ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। এতে বলা হয়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন।
যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমের চর্চায় চলে আসে পুনমের মৃত্যু প্রসঙ্গটি। একের পর এক সংবাদ আসে। কিন্তু শনিবার সকালে জানা গেল, এটি ছিল শুধু শিল্পীর নিজ উদ্যোগে ছড়ানো গুজব। ইনস্টাগ্রাম থেকে ভিডিও পোস্ট করে পুনম ঘোষণা করেন, তিনি জীবিত! ২৪ ঘণ্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন; খোলাসা করলেন সে বিষয়েও! ভিডিওতে পুনম জানালেন, জরায়ুমুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করাই ছিল তাঁর উদ্দেশ্য। এ জন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন!

কিন্তু মৃত্যু নিয়ে এ ধরনের ‘প্রচার’ মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজন থেকে শুরু করে বিনোদন দুনিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার সকালে নিজেকে ‘জীবিত’ ঘোষণার পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুলাধোনা হতে থাকেন পুনম। হাজার হাজার মানুষ ধিক্কার দিতে থাকেন। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন বলিউডে পুনমের কাছের বন্ধুবান্ধবও!

একতা কাপুর
ফেসবুক থেকে

প্রযোজক, নির্মাতা একতা কাপুর থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্তরা মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে বেজায় চটেছেন। তাঁর মৃত্যুতে কঙ্গনা রনৌত থেকে শুরু করে বহু বলিউড তারকা শোক প্রকাশ করেছিলেন! কিন্তু পুনমের জীবিত ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেগুলো সরিয়ে নিতে দেখা গেছে।
একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন অনেকে। বাধ্য হয়ে শনিবার দুপুরে আরও দুটি ভিডিও পোস্ট করেন পুনম। মৃত্যুর খবর চাউর হওয়ায় যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী।

একাধিক ভিডিও এবং একটি পোস্টে পুনম জানান, ‘আমার প্রচুর বন্ধু, আমার কাছের মানুষ, যাঁরা আমাকে ভালোবাসেন, আমার মনে হয় আমি এ রকম অনেক মানুষকে আঘাত করেছি। ভয়ানক অনুভূতি হচ্ছে। অনেক ফোন পাচ্ছি চারদিক থেকে। তবে এটা টাকাপয়সার জন্য করিনি, করেছি একটা সৎ উদ্দেশ্যে। সার্ভাইক্যাল ক্যানসারের সচেতনতার বার্তা দিতে। কেউ এই ক্যাম্পেইন করতে রাজি হননি। শুক্রবার থেকে জরায়ুর ক্যানসার নিয়ে এত আলোচনা দেখে ভালো লাগছে।’

পুনম পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম

পুনমের উদ্দেশ্য যত সৎ-ই হোক, মানতে পারছেন না কেউ। বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য জানিয়েছেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর। তিনি লিখেছেন, ‘এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।’

পুনমের জীবিত হওয়ার খবরে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেছেন, ‘পুনম যা করেছেন, খুব ভুল করেছেন। শুধুই ভুল নয়। অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তাঁর। তিনি সাংবাদিকদের হেনস্তা করেছেন। অনুরাগীদের আহত করেছেন। বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।’
২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাঁকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপে এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম।