৭০০ কোটির ‘পুষ্পা ২’ মুক্তির পরই অনলাইনে মিলছে

‘পুষ্পা ২’ সিনেমায় রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে

সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ আজ ভারতসহ বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি, পেয়েছে সমালোচকদের প্রশংসা। কিন্তু মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ফাঁস হয়েছে। খবর ইন্ডিয়া টুডের

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিটির কপি বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মুক্তির প্রায় সঙ্গে সঙ্গে ছবিটি অনলাইনে ফাঁস হওয়া নিয়ে নির্মাতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘পুষ্পা ২’–এর গানের দৃশ্যে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে

এটিই অবশ্য প্রথম নয়, এর আগেও চলতি বছর মুক্তি পাওয়া বড় বাজেটের বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণি সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে।

কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হলেও ছবির পাইরেসি ঠেকানো যায়নি।
প্রায় সাড়ে তিন ঘণ্টার ছবি ‘পুষ্পা ২’। প্রায় ৫০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি টাকা) বাজেটের এ ছবিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল প্রমুখ।

সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ আজ ভারতসহ বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে
এক্স থেকে

মুক্তির পর থেকে সমালোচকেরা ছবিটির গল্প, জমজমাট নির্মাণ, ধারালো সংলাপের প্রশংসা করেছেন।

আরও পড়ুন

এদিকে দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার পর হলে ‘পুষ্পা ২’-এর শো বেড়েছে। মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন শহরে আজ থেকে মধ্যরাতেও ছবিটির প্রদর্শনী চলবে।

প্রায় সাড়ে তিন ঘণ্টার ছবি ‘পুষ্পা ২’।
এক্স থেকে