বয়স কম, তাই নায়িকার সঙ্গে রোমান্সে আপত্তি এই দক্ষিণি তারকার
সিনেমা জগতে পেশাদার অভিনেতা বলে পরিচিত বিজয় সেতুপতি। কিন্তু এই দক্ষিণি তারকা অভিনেত্রী কৃতি শেট্টির সঙ্গে রোমান্স করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। আর তার কারণ নিজেই ফাঁস করেছেন অভিনেতা।
বিজয় সেতুপতির বয়স ৪৫, আর দক্ষিণি নায়িকা কৃতি শেট্টির বয়স মাত্র ২০। ‘লাবাম’ ছবিতে এই দুই অভিনেতাকে জুটি হিসেবে নিয়ে আসতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কৃতির সঙ্গে তিনি পর্দায় রোমান্সে মজতে পারবেন না। তারপর দক্ষিণি ছবির জগতের অনেকেই বিজয়ের এই অপেশাদারি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সম্প্রতি ‘জওয়ান’ দিয়ে আলোচনায় থাকা এই অভিনেতা ‘লাবাম’ সিনেমায় অভিনয় না করার কারণ জানিয়েছেন। আসলে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পর্দায় মাখো মাখো হতে তিনি মোটেও স্বচ্ছন্দ ছিলেন না।
এ ছাড়া আরও এক কারণের কথা জানিয়েছেন তিনি। এর আগে ‘উপ্পেনা’ ছবিতে বিজয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কৃতি। বিজয় বলেন, ‘আমি আগে কৃতির বাবার ভূমিকায় অভিনয় করেছি। কৃতিকে আমি নিজের মেয়ের মতো দেখি। তাই তাঁর সঙ্গে জুটি বাঁধলে আমার জন্য অত্যন্ত অস্বস্তিদায়ক অভিজ্ঞতা হতো। আমি মোটেও তাঁর সঙ্গে রোমান্স করতে স্বচ্ছন্দ ছিলাম না। কৃতির কথা ভেবেই আমি “লাবাম”ছবিটি প্রত্যাখ্যান করেছিলাম।’
বিজয়ের মুখ থেকে এ কথা শোনার পর সবাই তাঁর দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে অবশ্য ‘লাবাম’ ছবিতে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। কিন্তু কৃতি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
এস পি জগন্নাথন পরিচালিত ছবিতে বিজয় ছাড়া অন্যান্য মূল চরিত্রে ছিলেন জগপতি বাবু, শ্রুতি হাসান, ধংসিকাসহ আরও অনেকে।
‘জাওয়ান’ ছবিতে বিজয়কে মূল খলনায়কের ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি বক্স অফিসে হাজার কোটির বেশি ব্যবসা করেছে। শাহরুখ খান ছাড়া এ ছবিতে আছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও অনেকে। বিজয়কে সামনে ‘ঘোস্ট’ ছবিতে দেখা যাবে।