নিজেকে তথাকথিত নায়ক হিসেবে মেলে ধরতে চাই না: নওয়াজুদ্দিন সিদ্দিকী
অভিনয়ে ২৫ বছর পার করে ফেলেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এ উপলক্ষে সম্প্রতি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যর মুখোমুখি হয়েছিলেন এই বলিউড অভিনেতা।
‘অভিনয়জীবন নিয়ে আমি খুবই সন্তুষ্ট। একজন অভিনেতার উচিত, সব ধরনের ঘরানার জন্য নিজেকে যোগ্য করে তোলা। যে ধরনের ছবিতে কাজ করতে চেয়েছি, সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা, আমার প্রতি আস্থা রেখেছেন পরিচালকেরা।’ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির অনুভূতি জানতে চাইলে এভাবেই বললেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। জিফাইভের ‘রাউতু কা রাজ’ ছবিতে তাঁকে সর্বশেষ দেখা গেছে। এ ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি। ২৫ বছরে নানা বৈচিত্র্যময় চরিত্রে তাঁকে দেখা গেছে। তবে তাঁর অভিনীত ছবির প্রদর্শনীর সংখ্যা আর সময় নিয়ে আক্ষেপও আছে।
অভিনেতার ভাষ্যে, ‘আমাদের মতো অভিনেতাদের ছবি অত্যন্ত কম হল পায়। মাত্র দুটি শো পায়। তা-ও একটা সকাল, একটা রাতে। সেখানে তথাকথিত তারকাদের দখলে থাকে সিংহভাগ স্ক্রিন। আমার “আফওয়া”, “জোগিরা সারা রা রা”র ক্ষেত্রে তা-ই হয়েছিল। এর চেয়ে ছবিগুলো ওটিটিতে মুক্তি পেলে ভালো হতো।’
আমির খানের ‘সরফারোশ’ ছবিতে ছোট একটা চরিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন নওয়াজুদ্দিন। এখন কেমন ধরনের চরিত্র তাঁকে বেশি টানে? ‘সবার আগে নিজের চরিত্রটা দেখি। একজন সাধারণ মানুষ হিসেবে পর্দায় আসতে চাই। সেই মানুষটা হবে সাদা-কালো মিশিয়ে, অর্থাৎ ধূসর। কখনোই নিজেকে তথাকথিত নায়ক হিসেবে মেলে ধরতে চাই না। আমাকে এমন চরিত্র বেশি টানে, যার দোষ-গুণ দুই-ই আছে।’
নওয়াজকে ইদানীং বড় পর্দার চেয়ে ওটিটিতে দেখা যাচ্ছে বেশি। বড় পর্দা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বড় পর্দার একটা জাদু আছে নিশ্চয়। কিন্তু আমি তো মঞ্চের মানুষ, তাই আমার কাছে মাধ্যম গুরুত্ব পায় না। আমি একজন অভিনেতা, তাই ভালো অভিনয় করতে পারলেই খুশি।’
কথায়-কথায় নওয়াজুদ্দিন জানান, মেয়ে শোরা তাঁর অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। তিনি হাসতে হাসতে বলেন, ‘শোরা আমার ছবি খুব কম দেখে। কোনো ছবি যদিওবা দেখে, হাজারটা ভুল খুঁজে বের করে। নির্দয়ভাবে আমার সমালোচনা করে। আমি শোরার বয়সী, মানে ১৪-২০ বয়সীদের সমালোচনা খোলামনে গ্রহণ করি। কারণ, ওদের ওপর কারও প্রভাব থাকে না। তাদের সমালোচনা খুব খাঁটি হয়। আমাদের ওপর অন্যের প্রভাব থাকে।’
নওয়াজ একবার সাক্ষাৎকারে বলেছিলেন, শোরা তার বাবার পথ অনুসরণ করতে চায়। এ প্রসঙ্গে জিজ্ঞেস করতেই অভিনেতা জানান, শোরা অভিনয়ে আসতে চায়। নওয়াজ বলেন, ‘আমি কখনো ওকে অভিনয়ে আসার কথা বলিনি, ওর ওপর অযথা চাপ সৃষ্টি হবে। তবে ও কখনো আমার কাছে কোনো পরামর্শ চাইলে, আমি নিশ্চয় দেব।’
আড্ডার শেষে উঠে আসে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রসঙ্গ। এ ছবির প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘দুর্দান্ত ছবি। সিনেমাটির শেষ পর্যায়ের সম্পাদনার কাজ চলছে। মুম্বাইয়ে একটি প্রদর্শনী করার ইচ্ছা আছে।’