নয়নতারা-ধানুশ দ্বন্দ্ব প্রকাশ্যে, অভিনেত্রীর তিন পৃষ্ঠার চিঠি
দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নয়নতারা ও ধানুশ। একসঙ্গে কাজও করেছেন দুজনে। যদিও তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর চর্চা। তাঁদের মধ্যে চলমান দ্বন্দ্ব এবার দৃশ্যমান, যা প্রকাশ্যে এনেছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাতে ধানুশের উদ্দেশে তিন পৃষ্ঠার খোলাচিঠি লিখলেন অভিনেত্রী। অভিযোগ, মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ একটি নির্দিষ্ট ছবির ফুটেজ, গান ইত্যাদি ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চান অভিনেত্রী। দুই বছর ধরে চেষ্টা করলেও বারবার তা খারিজ করে দিয়েছেন ধানুশ। উল্টো তাঁর বিরুদ্ধে পাঠিয়েছেন আইনি নোটিশ। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী।
নয়নতারা বলেন, ‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে উঠেছেন ধানুশ। যেই সিনেমা নিয়ে এত কাণ্ড, সেটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। নাম ‘নানুম রাউডি ধান’। সেখানে অভিনয় করেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ধানুশ। পরিচালক নয়নতারার স্বামী ভিগ্নেশ শিবান। সেই সিনেমা থেকেই ৩ সেকেন্ডের ফুটেজ নিয়ে তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করেছেন নয়নতারা। তাতেই রেগে আগুন ধানুশ। নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বলে অভিযোগ অভিনেত্রীর।
দীর্ঘ খোলাচিঠিতে ‘জওয়ান’ অভিনেত্রী পরিষ্কার করেন, তাঁর আসন্ন তথ্যচিত্রে ওই নির্দিষ্ট সিনেমার কিছু ছবি, ফুটেজ, গান বা ভিডিও ব্যবহার করতে চেয়েছেন তিনি। কিন্তু এসবে ‘কপিরাইট’-এর বিষয় থাকায় ছবির প্রযোজক হিসেবে ধানুশের কাছে অনুমতি চেয়ে বারবার অনুরোধও জানান নায়িকা। নয়নতারার অনুরোধ সত্ত্বেও অনুমতি দেননি ধানুশ।
নয়নতারার অভিযোগ, ‘শত্রুতা চরিতার্থ’ করতেই এমন করছেন ধানুশ। এমনকি অন্যের ভালোয় ধানুশ খুশি হন না, এই ছবি যখন সাফল্য লাভ করে, তখনো নাকি বিষয়টিকে ভালোভাবে মেনে নেননি প্রযোজক ধানুশ। সেই ‘হিংসা’ থেকেই এসব করছেন তিনি। সব শেষে ‘প্রতিহিংসাপরায়ণ’ না হতে ধানুশকে অনুরোধ করেন অভিনেত্রী।
তাঁদের দ্বন্দ্বের কেন্দ্রে থাকা তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় নানুম রাউডি ধান সিনেমার অংশবিশেষ বাদ দিয়েই মুক্তি দেওয়া হচ্ছে তথ্যচিত্রটি। এমনকি ধানুশকে তথ্যচিত্রটি দেখারও আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী। এতে ধানুশের মত বদলাবে বলেও মনে করছেন নয়নতারা। যদিও নয়নতারার অভিযোগের জবাব এখনো দেননি ধানুশ।