ওটিটির অপেক্ষায় ভূমি
বলিউডের অনেক তারকারই ওটিটিতে অভিষেক হয়েছে। কেউ কেউ একাধিক কাজও করেছেন। অভিনেত্রী ভূমি পেড়নেকরও ওটিটিতে অভিষেকের অপেক্ষায়। না, এখনো কোনো মনের মতো প্রকল্প পাননি এই অভিনেত্রী। ব্যতিক্রম কিছু পেলে অবশ্যই ওটিটির খাতায় নিজের নামটি লিখিয়ে ফেলবেন ভূমি।
‘দম লাগা কে হেইসা’র মতো এক ব্যতিক্রমী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ভূমির। এরপর তাঁকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘বালা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘সান্ড কি আঁখ’-এর মতো আরও অসংখ্য ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার ওটিটিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান এ অভিনেত্রী।
প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে ভূমি পেড়নেকর বলেন, ‘বিশ্বের অন্য দেশের পাশাপাশি ভারতের স্ট্রিমিং কনটেন্ট দারুণ। বেশ কিছুদিন ধরে আমি ওটিটিতে আসার কথা ভাবছি। তবে আমি এ ব্যাপারে নিশ্চিত যে ওটিটিতে আমার অভিষেক অবশ্যই রোমাঞ্চকর প্রকল্পের মাধ্যমে হবে।
আর আমার অভিনীত সব প্রশংসিত ছবি থেকে এটা আলাদা হবে।’ ভূমির ভাষ্য, ‘দর্শক হিসেবে আমার মনে হয়েছে যে ওটিটি প্ল্যাটফর্মের নানা প্রকল্পের মাধ্যমে একজন অভিনয়শিল্পী তাঁর অভিনীত চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ পান। আর তাঁরা এমন কিছু সৃষ্টি করেন, যা কালজয়ী হয়ে ওঠে।’
ভূমি নিজে ওটিটির বড় দর্শক বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমি বেশ কিছু শোয়ের ভক্ত। কোনো প্রকল্প আসামাত্রই আমি তা দেখি।
অভিনেতা হিসেবে আমার মনে হয়েছে এই মাধ্যমে আমার সেটাই করা উচিত, যা আমাকে আকৃষ্ট করবে। এ ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমি যে রকম খুঁজছি, সে রকম কিছু পাব।’
অভিনেত্রী আরও বলেন, ‘ডিজিটাল দুনিয়ায় আমি এমন কিছু করতে চাই, যা আমি আমার আগের কোনো ছবিতে করিনি। আর এ রকম কিছু আমার সামনে এলে আমি অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। আমি সত্যি ভাগ্যবান যে আমার সব সিনেমা আমাকে নিজের স্বচ্ছন্দের দুনিয়া থেকে বের করে এনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। আর সিরিজ যেহেতু অনেক দীর্ঘ, তাই এখানে আমি আমার চরিত্রকে আরও বিস্তারিতভাবে মেলে ধরার সুযোগ পাব। আমি নিশ্চিত যে আমাকে রোমাঞ্চিত করবে, এমন প্রকল্প আমি ঠিক খুঁজে পাব।’
ভূমিকে আগামী দিনে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ভক্ষক এবং মুদ্দাসার আজিজের ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা যাবে।