টিজারেই ঝড় তুলল এই পাকিস্তানি সিরিজ
চলতি বছরটা দুর্দান্ত গেছে পাকিস্তানি সিরিজের জন্য। ‘ভেরি ফিল্মি’, ‘বারজাখ’, ‘কাভি ম্যায় কাভি তুম’সহ আলোচনায় ছিল বেশ কয়েকটি সিরিজ। এবার নতুন সিরিজ ‘মিম সে মোহাব্বত’ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সিরিজটি আজ রাতে হাম টিভিতে মুক্তি পাবে কিন্তু প্রথম পর্বের টিজার মুক্তির পর থেকেই অন্তর্জালে আলোচনা চলছে সিরিজটি নিয়ে। খবর সিয়াসাতডটকমের
পাকিস্তানের জনপ্রিয় লেখক ফারহাদ ইশতিয়াক সিরিজটির গল্প লিখেছেন। তিনি পর্দায় গভীরভাবে আবেগ তুলে ধরতে সিদ্ধহস্ত। ‘মিম সে মোহাব্বত’ পরিচালনা করেছেন আলী হাসান।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর ও দানানির মোবিন। এ ছাড়া আছেন আসিফ রাজা মীর।
প্রকাশিত টিজারে আহাদ রাজা মীর ও দানানির মোবিনের প্রেমের শুরুর দিকের রসায়নটা দেখানো হয়েছে। পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছেন অনেক দর্শক।
তাঁরা মনে করছেন প্রেম, আবেগ আর ড্রামার মিশেলে দারুণ উপভোগ্য হতে যাচ্ছে সিরিজটি।
‘মিম সে মোহাব্বত’-এর অভিনেতা আহাদ পরিচিতি মুখ। ৩১ বছর বয়সী এই পাকিস্তানি-কানাডীয় অভিনেতা আগে ‘ইয়াকিন কা সফর’, ‘ইয়ে দিল মেরা’, ‘হাম তুম’, ‘ধূপ কি দিওয়ার’-এর মতো সিনেমা সিরিজে কাজ করেছেন। তাঁকে দেখা গেছে ব্রিটিশ সিরিজ ‘ওয়ার্ল্ড অব ফায়ার’-এও।
অভিনয়ের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড, হাম অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার জিতেছেন। আহাদ হলেন প্রখ্যাত পাকিস্তানি অভিনেতা আমির রাজা মীরের সন্তান, তিনিও ছেলের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন।
অন্যদিকে দানানির মোবিন এ সময়ের অন্যতম আলোচিত তারকা। অভিনয়ের জন্য এর মধ্যেই বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।