যেসব সিনেমায় দেখা যাবে সতীশ কৌশিককে

সতীশ কৌশিক
এএনআই

এক দিন আগেও সবার সঙ্গে আনন্দ করেছিলেন হোলি উৎসবে। পরদিনই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যান তিনি। ৬৭ বছর বয়সী বলিউডের পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিকের এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। শেষবার শ্রদ্ধা জানাতে পুরো বলিউড হাজির হয়েছিল এই অভিনেতার বাড়িতে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুক্তির অপেক্ষায় থাকা একটি ছবিতে সালমান খানের সঙ্গে দেখা যাবে প্রয়াত এই অভিনেতাকে।

‘ব্ল্যাক লেন’ সিনেমায় সহকর্মীদের সঙ্গে সতীশ কৌশিক
আইএমডিবি থেকে নেওয়া

পর্দায় কৌতুকাভিনয়ের জন্য খ্যাতি ছিল কৌশিকের। মৃত্যুর আগেই শেষ করেছিলেন একাধিক সিনেমা ও সিরিজের কাজ। সিনেমাগুলো সামনে মুক্তির অপেক্ষায়। তাঁর অভিনীত কাজগুলোর মধ্যে রয়েছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’। সিনেমাটি মুক্তি পাবে ঈদে।

আরও পড়ুন

সালমান খানের ‘তেরে নাম’ সিনেমা পরিচালনা করে পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। মৃত্যুর আগে সেই সালমান খানের সঙ্গে অভিনয় করে গেলেন তিনি। অভিনেতার প্রয়াণের পর সালমান টুইটারে লিখেছেন, ‘কৌশিককে ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। সব সময় তাকে মনে রাখব।’

কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে নির্মিত এই সিনেমায় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাওয়ের চরিত্রে দেখা যাবে কৌশিককে। এ ছাড়া ‘পাটনা শুক্লা’ সিনেমায় বিচারকের ভূমিকায় উপস্থিত হবেন তিনি।

শুধু সিনেমা নয়, মৃত্যুর আগে অভিনয় করে গেছেন ওয়েব সিরিজেও। রাজ ও ডেকের ‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এ ছাড়া ‘কাগজ ২’ ওয়েব সিরিজেও দেখা যাবে এই অভিনেতাকে। এই সিরিজে প্রিয় বন্ধু অনুপম খেরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অনুপম আর কৌশিকের বন্ধুত্ব ৪৫ বছরের। কৌশিকের মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুপম।