কোভিডে মারা গেছেন বলিউড প্রযোজক
ভারতের বিনোদনজগতে আবার দুঃসংবাদ, মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক ধীরজলাল শাহ। অনেক বাণিজ্যিক ছবির সফল এই প্রযোজকের ভাই হাসমুখ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে আর শেষরক্ষা হলো না। সোমবার শেষনিশ্বাস ত্যাগ করেন ধীরজলাল শাহ।
চলচ্চিত্র প্রযোজক ধীরজলাল শাহর ভাই হাসমুখ জানিয়েছেন, কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল। তবে একসময় ফুসফুস আক্রান্ত হয়, তৈরি হয় নানা জটিলতা। মৃত্যুর আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২০ দিনে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছিল এবং তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল।
আইসিইউতে ভর্তি করার পর কিডনি ও হার্টের কাজ করাও বন্ধ করে দেয়। শেষে মাল্টিপল অর্গান ফেইলিওর হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী মঞ্জু, দুই মেয়ে শীতল পুনিত গোয়েল ও স্বপ্না ধীরাজ শাহ, ছেলে জিমিত শাহ এবং পুত্রবধূ পুনম শাহকে রেখে গেলেন।
প্রযোজকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন পরিচালক অনিল শর্মা। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘তিনি শুধু একজন ভালো প্রযোজকই ছিলেন না, একজন খুব ভালো মনেরও মানুষ ছিলেন। বলিউডে এমন কিছু ছবি উপহার দিয়েছেন, যেগুলো তখনকার চলচ্চিত্রজগতে বিপ্লবের মতো ছিল। আমরা সবাই তোমাকে মিস করব।’
অমিতাভ বচ্চনের ‘শাহেনশাহ’ মুক্তি পাওয়ার পর কীভাবে ধীরজলালের জীবন বদলে গিয়েছিল, প্রযোজক হরিশ সুগন্দও স্মরণ করেছেন। প্রযোজক হরিশ সুগন্দও ধীরজলাল শাহর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। বলিউডের প্রায় সব ছবির ভিডিও স্বত্ব তাঁর কাছে রয়েছে। ‘শাহেনশাহ’–এর ভিডিও স্বত্ব কেনার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর কাছে প্রায় সব ছবির স্বত্ব ছিল।
নব্বইয়ের দশকে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন প্রযোজক ধীরজলাল শাহ। অক্ষয় কুমারের ‘খিলাড়ি’, অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’, সানি দেওল, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবি রয়েছে তালিকায়।