শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে বিদ্রূপের শিকার জাহ্নবী
সিনেমা মুক্তির আগে বলিউড তারকাদের প্রচুর সাক্ষাৎকার দিতে হয়। ছবির প্রচারের অংশ হিসেবে এসব সাক্ষাৎকারে দিতে গিয়ে প্রায়ই আলটপকা মন্তব্য করেন শিল্পী, যা অনেক সময় জন্ম দেয় প্রবল সমালোচনার।
এবার যেমন কথা হচ্ছে জাহ্নবী কাপুরকে নিয়ে। কী এমন বলেছিলেন জাহ্নবী, যা নিয়ে এমন বিতর্ক হচ্ছে? জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
এ ছবির প্রচারে সিনেমা ছাড়াও নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন জাহ্নবী কাপুর। পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিয়েছেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি।
বিপদ হয়েছে অন্য জায়গায়। একটি সাক্ষাৎকারে জাহ্নবী শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন। ওই ভিডিও সাক্ষাৎকারে শুরুতেই জাহ্নবী বলেন, ‘ভালোবাসার দেবতাকে অনুরোধ, কোন প্রসাধনী ভালো, তা দয়া করে বলা বন্ধ করুন। বদলে আমাকে বলুন, জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কী করা উচিত। প্রেম তো ভালোই চলবে। কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে? প্রেম ভালো চললে কী করি আমরা?’
এরপরই জাহ্নবী মনে করিয়ে দেন, ‘শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয়, শরীরের গোপন ত্বকের সংস্পর্শে এই রোগ ছড়ায়।’
জাহ্নবী এই গুরুত্বপূর্ণ বার্তা খুবই মজার ছলে দিয়েছেন। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়েই জাহ্নবী নিয়ে ট্রলিং শুরু হয়। সমালোচকদের ভাষ্য, এমন সিরিয়াস একটি বিষয় মজার ছলে বলতে গিয়ে পুরো বিষয়টিকে হালকা করে ফেলেছেন তিনি। একজন মন্তব্য করেছেন, ‘কেউ এই পুরো বক্তব্যটি জাহ্নবীর জন্য লিখে দিয়েছেন। কিন্তু তা-ও ঠিক করে বলতে পারেননি তিনি। এটা শুনে কারও হাসি পাবে? খুবই একঘেয়ে।’