আইফায় নারী অধিকারের জয়
একই ট্রেনে উঠেছেন দুই নবদম্পতি। দুই কনের মুখেই লম্বা ঘোমটা। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে এই দুই নববধূ কীভাবে হারিয়ে যান; তারপর কী কী হয়, এই নিয়েই ছবির গল্প। তবে এই গল্পে রোমাঞ্চ, অ্যাকশন আর প্রতিশোধ নেই, আছে সারল্য আর শিকড়ের গল্প। আমির খান প্রযোজিত কিরণ পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’ গত বছর মুক্তির পরেই আলোচিত হয়।
পরে যখন ওটিটিতে মুক্তি পায়, সে আলোচনা আরও ছড়িয়ে পড়ে। সহজ গল্পে নারী অধিকার নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৫তম আসরের বাজিমাত করেছে সিনেমাটি। আসরে সর্বোচ্চ ১০টি পুরস্কার জিতেছে এই সিনেমা। অ্যাকশন সিনেমা ‘কিল’ জিতেছে ৪ পুরস্কার, হরর–কমেডি ‘ভুলভুলাইয়া ৩’ ঘরে ফিরেছে তিন পুরস্কার নিয়ে।
‘ধোবিঘাট’–এর এক যুগের বেশি সময় পরে নির্মাণে ফিরেছিলেন কিরণ রাও, ‘লাপাতা লেডিস’ তাঁর ফেরাটাকে স্মরণীয় করে রাখল। আইফায় সেরা সিনেমা হয়েছে লাপাতা লেডিস, কিরণ পেয়েছেন সেরা নির্মাতার পুরস্কার। এ সিনেমা গ্রামের গৃহবধূর চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে উঠেছেন নিতাংশি গোয়েল, তাঁর হাতে উঠেছে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার।
সিনেমার আরেক অভিনেত্রী প্রতিভা রাংটা হয়েছেন সেরা নবাগত নারী অভিনয়শিল্পী। এ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে অডিশনে রবি কৃষাণ তাঁর চেয়ে ভালো পারফর্ম করায় সরে দাঁড়ান আমির। সেই রবি হয়েছেন পার্শ্বচরিত্রে সেরা পুরুষ অভিনেতা। এ ছাড়া ছবিটির জন্য বিপ্লব গোস্বামী পেয়েছেন সেরা গল্পকারের পুরস্কার। ‘লাপাতা লেডিস’–এর জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন রাম সম্পথ।
গত বছর বলিউডে ব্যবসায়িক সাফল্য পেয়েছে হরর–কমেডি সিনেমা, তারই একটি ‘ভুলভুলাইয়া ৩’। এ সিনেমার জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন কার্তিক আরিয়ান। দুর্দান্ত অ্যাকশন দিয়ে গত বছর চমকে দিয়েছিল কিল। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে লক্ষ্য হয়েছেন সেরা নবাগত পুরুষ অভিনেতা, ছবিতে অভিনয় করে সেরা খল অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল।
এ ছাড়া পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন ঝানকি বড়িওয়ালা (শয়তান)। গত বছর ‘মারগাঁও এক্সপ্রেস’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে অভিনেতা কুনাল খেমুর। এ জন্য তিনি জিতেছেন সেরা নবাগত নির্মাতার পুরস্কার। সেরা গায়ক ও গায়িকার পুরস্কার জিতেছেন যথাক্রমে জুবিন নাটিওয়াল (‘দুয়া’, ‘আর্টিকেল ৩৭০’) ও শ্রেয়া ঘোষাল (‘আমি যে তোমার ৩.০’, ‘ভুলভুলাইয়া ৩’)।
গত শনিবার শুরু হয়েছিল আইফার আয়োজন, প্রথম দিন দেওয়া হয় স্ট্রিমিং কনটেন্টগুলোর পুরস্কার, রোববার রাতে ছিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার পুরস্কার। রোববার রাতে অনুষ্ঠানে পুরস্কার প্রদান ছাড়াও ছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি, কার্তিক আরিয়ানের পরিবেশনা।
দাদা রাজ কাপুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেন কারিনা কাপুর খান।
এ ছাড়া পালন করা হয় ‘শোলে’ সিনেমার সুবর্ণজয়ন্তী। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য নির্মাতা ও প্রযোজক রাকেশ রোশনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এবারের আইফা সঞ্চালনা করেন করণ জোহর ও কার্তিক আরিয়ান।