বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় তারকা

ফুটবল বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে ট্রফি উন্মোচন করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তাঁর সঙ্গে ছিলেন স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
১ / ৫
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর পোশাকে গতকাল ফাইনাল ম্যাচের আগে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হাজির হয়েছেন দীপিকা, ফরাসি প্রতিষ্ঠানটির পণ্যদূত হিসেবে স্টেডিয়ামে ছিলেন তিনি।
ছবি: টুইটার
২ / ৫
ফুটবলের সঙ্গে দীপিকার যোগসূত্র গড়ে দিয়েছে লুই ভিতোঁ। সুইজারল্যান্ডের জুরিখে বিশ্বকাপের ট্রফিটি রাখা হয়। সেখান থেকে স্টেডিয়ামে আনা–নেওয়ার জন্য যে ট্রাংক ব্যবহার করা হয়, সেটি সরবরাহ করে লুই ভিতোঁ।
ছবি: সংগৃহীত
৩ / ৫
লুই ভিতোঁর নকশায় চামড়ার জ্যাকেট, সাদা শার্টে আলোঝলমলে স্টেডিয়ামে দ্যুতি ছড়িয়েছেন দীপিকা। আলোচনার পাশাপাশি তাঁর পোশাক নিয়ে বিদ্রূপও করছেন কেউ কেউ।
ছবি: রয়টার্স
৪ / ৫
তবে বিদ্রূপ গায়ে মাখছেন না দীপিকা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে দীপিকা লিখেছেন, ‘ট্রফি উন্মোচন থেকে বিশ্বের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়ার চেয়ে আর বেশি কিছু চাইনি।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
স্বামী রণবীর সিংকে নিয়ে কাতারে গেছেন দীপিকা। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণবীর।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন