ডেঙ্গুতে আক্রান্ত সালমান, সব শুটিং বাতিল
বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত। আপাতত সব শুটিং বাতিল করেছেন তিনি। কালারস চ্যানেলের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’ সঞ্চালনাও করতে পারবেন না এই বলিউড তারকা। শোনা যাচ্ছে, ভাইজানের জায়গায় চিত্রনির্মাতা করণ জোহর এ রিয়েলিটি শো সঞ্চালনা করতে পারেন।
বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, সালমান বেশ কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু ধরা পড়ার আগে সালমান একদিকে ‘বিগ বস ১৬’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন, অপর দিকে তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শুটিং চলছিল। আপাতত তাঁর সব শুটিং বন্ধ।
এদিকে শোনা যাচ্ছে, ভাইজান নিজে করণকে ‘বিগ বস’ সঞ্চালনা করার জন্য রাজি করিয়েছেন। কারণ, করণের ‘বিগ বস’ সঞ্চালনার অভিজ্ঞতা আছে। এর আগে তিনি ‘বিগ বস’ ওটিটিতে সঞ্চালনা করেছিলেন। আর তাই সালমান নিজে ফোন করে করণকে এ দায়িত্ব পালন করার কথা বলেছেন বলে খবর। কালারস চ্যানেল করণকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে।
এ বছরে বলিউডের দিওয়ালি পার্টিতে সালমানকে দেখা যাবে না। যেকোনো পার্টির তিনি যে অন্যতম মূল আকর্ষণ, তা বলার অপেক্ষা রাখে না। ‘বিগ বস ১৬’ উইকেন্ডে বিশেষ পর্বগুলোতেও ভাইজান অনুপস্থিত থাকবেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি আবার ‘বিগ বস’ আর তাঁর ছবির শুটিংয়ে ফিরবেন।
শোনা যাচ্ছে, ২৫ অক্টোবর সালমান আবার ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শুটিং শুরু করবেন। এ ছবিতে তাঁর সঙ্গে আছেন পূজা হেগড়ে, শেহনাজ গিলসহ অনেকে।