নিজেকে বিচ্ছিন্ন রাখেন তামান্না

তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম থেকে

চলতি বছরটা দারুণ কাটালেন তামান্না ভাটিয়া। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে তাঁর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রশংসিত হয়েছে। তবে সফলতা বা ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে চান না এই অভিনেত্রী।

আরও পড়ুন

২০২৩ সালটা হিন্দি সিনেমায় নিজের জায়গা খুঁজে পেয়েছেন তামান্না। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় সাফল্য পেলেও হিন্দিতে পাচ্ছিলেন না।

‘জেলার’–এ তামান্না ভাটিয়া। টুইটার

তাই অনেক দিন তাঁকে হিন্দি সিনেমায় দেখা যায়নি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ তিনি।

ফিল্মফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারে তামান্না বলেছেন, ‘আমি যেসব হিন্দি ছবিতে কাজ করেছি, সে ছবিগুলো চলেনি। আমি কখনোই এটাকে নিজের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখি না। কারণ, একটা ছবি নির্মাণের পেছনে একাধিক মানুষ যুক্ত থাকেন। তাই আমি সফল্য বা ব্যর্থতা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখি।’

তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম থেকে

১৮ বছর পর চলচ্চিত্রে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। তবে অভিনেত্রী জানান, এই দীর্ঘ সময়েও তাঁর দিনযাপন বদলায়নি।

‘সকালে ঘুম থেকে ওঠার পর ঠিক আগের মতোই আমার মধ্যে কাজ করার আগ্রহ তৈরি হয়। অভিনয় আমার আবেগ। ক্যামেরার মুখোমুখি হব—প্রতিদিন সকালে একই উদ্দীপনা নিয়ে ঘুম থেকে উঠি। এখন ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করছি। প্রত্যেক অভিনেতার জন্য এখন এক দুর্দান্ত সময়। কারণ, এখন দারুণ দারুণ সব চরিত্র লেখা হচ্ছে। এখন অভিনেতারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন। আগে অভিনেত্রীদের জন্য এ রকম চরিত্র লেখা হতো না,’ বলেন তামান্না।

চলতি বছর একের পর এক প্রকল্প ব্লকবাস্টার হয়েছে। তবে সাফল্য নিয়ে ভাবতে চান না অভিনেত্রী। তামান্না বলেন, ‘আমি কখনোই একে আমার ব্যক্তিগত সাফল্য বলে ধরি না। আমার কাজ হলো ক্যামেরার মুখোমুখি হওয়া আর নানা চরিত্রে নিজেকে যথাযথভাবে মেলে ধরা। আমি এসেছিলাম অভিনেতা হতে, ঘটনাচক্রে এখন তারকা হয়েছি। জানি না মানুষের এত ভালোবাসা ও প্রশংসার প্রতিদানে আমি কী দিতে পারি। তবে এসব আমাকে দর্শকের প্রতি আরও দায়িত্বশীল করে তুলেছে।’