রণবীর নয়, আয়ুষ্মান হবেন পর্দার ‘সৌরভ’
গুঞ্জন থামছে না! কে হবেন পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়, তা নিয়ে দীর্ঘ সময় ধরে নানান জল্পনাকল্পনা। এবার মনে হচ্ছে এসব চূড়ান্ত হতে চলেছে। রণবীর কাপুর বা আর কেউ নন, বলিউড নায়ক আয়ুষ্মান খুরানা নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রযোজক লাভ রঞ্জন আর অঙ্কুর গর্গ ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ওপর ছবি নির্মাণের কথা ঘোষণা দিয়েছিলেন। আর এর পর থেকে বাংলার মহারাজের ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে গুঞ্জন। সৌরভের চরিত্রে একাধিক বলিউড নায়কের নাম উঠে এসেছে।
তবে এই চরিত্রে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছিল রণবীর কাপুরের নাম। তবে গত মার্চে রণবীর স্পষ্ট জানিয়ে দেন যে তাঁকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়নি।
পিপিংমুন ওয়েবসাইটের খবর অনুযায়ী রণবীর কাপুর নন, এই চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। জানা গেছে, এই স্পোর্টসভিত্তিক বায়োপিকের জন্য ছবির নির্মাতারা আয়ুষ্মানের সঙ্গে কথা বলেছেন। বেশ কয়েক মাস ধরে তাঁরা আয়ুষ্মানের সঙ্গে এই ছবির ব্যাপারে কথা বলছেন। ওয়েবসাইটের খবর অনুযায়ী, শুধু নাকি এক স্বাক্ষরের অপেক্ষা। আয়ুষ্মান খুব শিগগিরই এই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। নির্মাতাদের মতে, সৌরভের ভূমিকায় এই বলিউড নায়কের চেয়ে ভালো কেউ হতে পারে না। কারণ, আয়ুষ্মান সৌরভের মতো বাঁহাতি ব্যাটসম্যান।
আয়ুষ্মানের নির্বাচন নিয়ে সৌরভ নিজেও খুশি। আর খুব শিগগিরই তিনি এই বলিউড তারকার সঙ্গে দেখা করবেন। বছরের শেষের দিকে এই আত্মজীবনীমূলক ছবির শুটিং শুরু হবে। তবে তার আগে আয়ুষ্মান ক্রিকেটের প্রশিক্ষণ নেবেন বলে খবর। সৌরভের ব্যাটিং স্টাইলসহ আরও নানান কিছু রপ্ত করতে হবে তাঁকে। তাই পর্দায় সৌরভ হয়ে উঠতে আয়ুষ্মানকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আর ক্রিকেট ময়দানের ২২ গজেই তাঁকে বেশি সময় কাটাতে হবে।
সৌরভের আত্মজীবনীমূলক ছবিটি পরিচালনা কে করবেন, তা নিয়েও চলছে প্রবল আলাপ–আলোচনা। জানা গেছে, ছবির নির্মাতারা তামিল চিত্রনির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে পরিচালনার বিষয়ে কথাবার্তা বলছেন। এর আগে ‘লুটেরা’, ‘জুবিলি’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির এই ছবিটি পরিচালনা করার কথা ছিল।
আয়ুষ্মানকে রাজ শান্ডিল্যর ‘ড্রিম গার্ল ২’ ছবিতে দেখা যাবে। ছবিটি ২৫ আগস্ট মুক্তি পাবে। ‘ড্রিম গার্ল ২’ ছবিতে আয়ুষ্মান ছাড়া আছেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, অন্নু কাপুর, রাজপাল যাদব, মনোজ যোশি, সীমা পাহওয়া, অভিষেক বন্দোপাধ্যায়, আসরানি, মনজোত সিংসহ আরও অনেকে। এরপর আয়ুষ্মানকে এক হাসির-ভৌতিক ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ‘স্ত্রী’খ্যাত পরিচালক অমর কৌশিক।