জন্মদিনে পাওয়া ফুলের তোড়া দেখে বুঝতে হয় নিজের অবস্থান

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়সংগৃহীত

‘সাথিয়া’ ছবির কথা হয়তো অনেকের মনে আছে। এ ছবিতে বিবেক ওবেরয়ের অভিনয় নজর কেড়েছিল দর্শকের। ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘কোম্পানি’র মতো ছবিতেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। তারপর হঠাৎই সিনে–দুনিয়া থেকে উধাও বিবেক ওবেরয়। মাসের পর মাস নাকি বেকার ছিলেন। কিন্তু কেন একাধিক সফল ছবি থাকার পরও এ পরিণতি হয়েছিল বিবেকের? বিবেক ওবেরয় তাঁর ক্যারিয়ারের উত্থান-পতন এবং অভিনেতা হিসেবে জীবনযাত্রার কঠিন বাস্তবতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, কীভাবে অর্থনৈতিক সংকটের মধ্যেও বলিউড তারকাদের একটি নির্দিষ্ট জীবনযাত্রা বজায় রাখতে হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে বিবেক ওবেরয়

ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়া ইভেন্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিবেক বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রোলার কোস্টারের মতো। সাফল্যের সময় মনে হয়, পুরো দুনিয়া আপনার পাশে আছে। কিন্তু ব্যর্থতার সময় পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়ে, কেউ পাশে থাকে না।’ এই তারকাপুত্র জানান, নিজের ক্যারিয়ারের উত্থান-পতন তাঁকে বুঝিয়েছে যে একজন অভিনেতার পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে, যা প্রায়ই আর্থিক সংকটে পরিণত হয়। বিবেক জানান, তিনি নিজের সাফল্য মাপতেন জন্মদিনে পাওয়া ফুলের তোড়া দেখে। তাঁর ভাষ্যে, ‘যখন আপনি ভালো করছেন, তখন বাড়িতে ফুলের তোড়া রাখার জায়গা থাকে না। প্রযোজক, পরিচালক ও সহ-অভিনেতারা তোড়া পাঠান। কিন্তু যখন আপনার ছবি ভালো চলছে না, তখন সেই তোড়ার সংখ্যা কমতে শুরু করে। তখনই বুঝতে পারেন, আমি হয়তো ভালো করছি না!’
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’। ছবির গান ‘গণপত’ও জনপ্রিয় হয়েছিল সেই সময়। তারপরও হাতে কোনো কাজ আসেনি বিবেকের। টানা ১৫ মাস প্রায় বেকার ছিলেন তিনি। অভিনেতার কথায়, ‘“শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা” সফল হওয়ার পর পুরস্কার পেয়েছিলাম। ভেবেছিলাম, বহু কাজের প্রস্তাব পাব। কিন্তু একটাও কাজ পাইনি। ছবি সফল হওয়ার পরও ১৪-১৫ মাস বাড়িতে বসে ছিলাম।’

বিবেক ওবেরয়। ফেসবুক

অনেকে মনে করেন, তারকাদের জীবন দুশ্চিন্তামুক্ত। কিন্তু বিবেক তা মানতে নারাজ। তাঁর মতে, তারকাদেরও জীবনযাত্রা ও সামাজিক মর্যাদা বজায় রাখার চাপ থাকে, যার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়।

সাক্ষাৎকারে বিবেক বলেন, ‘আমার এই বাস্তবতা বুঝতে পেরে আমি ব্যবসার দিকেও মন দিয়েছি। এর ফলে যেগুলো আমার পছন্দ নয় বা যেগুলোর চিত্রনাট্যে বিশ্বাস করি না, শুধু বাড়ির খরচ বা ইএমআই শোধ করার জন্য এমন সিনেমা করতে আমি বাধ্য নই। বিষয়টিই আমাকে শক্তিশালী করেছে। এখন আমি শুধু সেই সিনেমাগুলো করি, যেগুলো আমার ভালো লাগে। আমাকে আর শুধু “ডাল-রুটি চালানো” বা “ইএমআই দেওয়ার” জন্য সিনেমা করতে হয় না।’
বিবেক ওবেরয়কে সম্প্রতি দেখা গিয়েছিল রোহিত শেঠির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও শিল্পা শেঠি। মালয়ালম ছবি ‘কদুভা’ সাড়া ফেলেছে। ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।