টাবু, কারিনা, কৃতির ছবিটি যে ধারণা মিথ্যা প্রমাণ করল
বলিউডে নাকি নারীকেন্দ্রিক সিনেমা চলে না। অভিনেত্রীদের প্রধান চরিত্রে নিলে সে সিনেমা নাকি বক্স অফিসে দাঁড়াতেও পারে না। তবে প্রচলিত এই ধারণা মিথ্যা প্রমাণ করল ‘ক্রু’ সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনেই ছবিটির আয় ছাড়িয়েছে ৬০ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের
এখনো বলিউডকে পুরুষপ্রধান ইন্ডাস্ট্রি বলা হয়। তবে এই ধারণা কিছুটা ভাঙতে পেরেছে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিটি।
রাজেশ কৃষ্ণান পরিচালিত ছবিটি যে বক্স অফিসে ভালো করবে, সে ইঙ্গিত প্রথম দিনেই মিলেছিল।
মুক্তির প্রথম দিনে ব্যবসার নিরিখে নায়কপ্রধান ছবিগুলোকে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ক্রু’। এই ছবিতে টাবু, কারিনা আর কৃতিকে তিন বন্ধুর চরিত্রে দেখা গেছে। ছবিতে এই তিন নায়িকার অভিনয় দর্শকের মন জয় করেছে। টাবু, কারিনা আর কৃতির পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবিটির সংলাপ সবাই দারুণ পছন্দ করছেন।
মাত্র তিন দিনে ‘ক্রু’ ছবিটি বিশ্বজুড়ে ৬২ কোটি ৫৩ লাখ রুপি আয় করেছে। খবর অনুযায়ী ছবিটির বাজেট ছিল ৬০ কোটি রুপি। ফলে তিন দিনেই ছবিটি যে হিট, সেটা বলা যায়।
গতকাল বিশ্বজুড়ে ‘ক্রু’ ছবিটি ২১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, ‘ক্রু’ যেভাবে ব্যবসা করছে, তাতে ছবিটির ১০০ কোটি রুপি কেবল সময়ের ব্যাপার। সেটা হলে হবে নতুন কোনো রেকর্ড।