বিদ্যার কণ্ঠে সুকুমার রায়ের ‘সৎ পাত্র’
মালয়ালি পরিবারের জন্ম। বড় হয়েছেন মুম্বাইতে। তবে তিনি নিজেকে মনেপ্রাণে বাঙালি মনে করেন। বাংলার প্রতি ভালোবাসা থেকেই স্কুলে বাংলা শিখেছিলেন। কাকতালীয়ভাবে তাঁর প্রথম সিনেমাও বাংলা, ‘ভালো থেকো’। প্রথম হিন্দি সিনেমা সেই বাঙালি পরিচালকের, ‘পরিণীতা’। আরেক আলোচিত সিনেমা ‘কাহানি’, সেটার নির্মাতাও বাঙালি। বাংলার সঙ্গে বিদ্যা বালানের যোগ এবার আরও ভালোভাবে টের পাওয়া গেল। সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ থেকে আবৃত্তি করে চমকে দিলেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের
দেওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়া আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা। কলকাতার পরিপ্রেক্ষিতে নির্মিত হয়েছে ছবিটি। এবার ছবির প্রচারে কলকাতায় এসে ‘আবোল তাবোল’ থেকে আবৃত্তি করেছেন অভিনেত্রী।
‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। চরিত্রটি বাঙালি! সেই ছবির সেটে বসেই সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করেন বিদ্যা, সঙ্গী সহ-অভিনেতা রাজেশ শর্মা।
ইনস্টাগ্রামে ওই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালান।
ক্যাপশনে লিখেছেন, ‘সাত বছর আগে আরেকটি সিনেমার সেটে আমার বন্ধু রাজেশ শর্মার কাছ থেকে “আবোল তাবোল”–এর এ কবিতাটি শিখেছিলাম। ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ের ফাঁকে দেখলাম, সেটা কতটা মনে আছে!’
ভিডিওর শুরুতে ‘সৎ পাত্র’ আবৃত্তি শুরু করেন রাজেশ শর্মা। ঝরঝরে বাংলায় পরের লাইনটি বললেন বিদ্যা। এরপর জমে উঠল আবৃত্তির আসর।
এক লাইন বলেন রাজেশ, পরের লাইন বিদ্যা। এভাবে পুরো কবিতাটি মুখস্থ বলে দিলেন অভিনেত্রী। মাঝেমধ্যে অল্পস্বল্প আটকে গেলে ধরিয়ে দেন রাজেশ।