শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, ছবিটি নিয়ে বিতর্কের আশঙ্কা ভারতীয় সেন্সর বোর্ডের

‘ওমজিটু’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার নতুন করে আলোচনায় অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি টু’ ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সেন্সর বোর্ড ছবিটি দেখার পর ২০টি দৃশ্যে সংশোধনের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। কিন্তু কী এমন আছে ছবিটিতে?

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওএমজি: ওহ মাই গড’। সেই ছবির সিকুয়েল ‘ওএমজি২’। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের ছবির। এর আগেই একের পর এক বাধা ‘ওএমজি ২’-এর সামনে।

আরও পড়ুন

ভারতের সেন্সর বোর্ড কেবল যে ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে তা-ই নয়, ছবিটিকে ‘এ’ অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য রেটিংও দিয়েছে।

 ‘আদিপুরুষ’ নিয়ে অভিজ্ঞতার পর আর তার পুনরাবৃত্তি চায়নি সেন্সর বোর্ড। তাই ‘ওএমজি ২’-এর মতো একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার পথে হেঁটেছে বোর্ড, জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

অন্য একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, কাঁচি চালানোর কারণে সিনেমাটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হবে। এ নিয়ে নির্মাতারা অসন্তুষ্ট। এ ছাড়া ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং পাওয়া নিয়েও খুশি নন তাঁরা। তবে বিষয়টি নিয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘ওমজিটু’ সিনেমার পোস্টার। আইএমডিবি

অমিত রাই পরিচালিত ‘ওএমজি টু’ ছবিতে অক্ষয় কুমার ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।