যৌন হয়রানির অভিযোগে এবার মামলা ‘তারক মেহতা’র প্রযোজকের বিরুদ্ধে
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’র। বেশ কিছুদিন ধরেই যৌন হয়রানি, বাজে পরিবেশ, পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এনে জনপ্রিয় ধারাবাহিক ছাড়ছিলেন অভিনয়শিল্পীরা।
এবার আইনি ঝামেলায় জড়ালেন এই ধারাবাহিকের প্রযোজক ও দুই কর্মকর্তা। এই ধারাবাহিকের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার প্রযোজক অসিত কুমার, অপারেশনস হেড সোহিল রামানি ও নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর এনডিটিভির
কিছুদিন আগেই এই ধারাবাহিকের প্রযোজক অসিত কুমার মোদির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এই ধারাবাহিকের অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল। তিনি ই–মেইলের মাধ্যমে মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগও করেন। তখন মুম্বাই পুলিশ জানিয়েছিল, প্রযোজক ও দুই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছে তারা।
মামলা করা না হলেও তদন্ত শুরু করেছিল। এবার ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ ও ৫০৯ ধারায় এই মামলা করা হয়। এই মামলায় এখনো কাউকে আটক করা হয়নি। দুই সপ্তাহ আগে জেনিফারের অভিযোগের বিপরীতে তাঁর বিবৃতি রেকর্ড করেছে পুলিশ। এবার অসিত কুমারকে ডাকা হয়েছে তাঁর বিবৃতির জন্য।
‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে মিসেস রোশন সোধির চরিত্রে অভিনয় করতেন জেনিফার। গত মাসে তিনি এই ধারাবাহিকে কাজ করা ছেড়ে দেন। এরপরই তিনি এই অভিযোগ করেন। যৌন হয়রানির অভিযোগ ছাড়াও নির্মাতাদের কাছে প্রায় সাড়ে তিন মাসের পারিশ্রমিক পাবেন বলে অভিযোগ করেন, যা নির্মাতারা জেনিফারকে পরিশোধ করছেন না।
অভিযোগের পর প্রযোজক অসিত কুমার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘অভিনেত্রীর চুক্তি বাতিল করায় তিনি আমাকে এবং শো—উভয়ের মানহানি করার চেষ্টা করছেন।’ সঙ্গে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন প্রযোজক।