ছোট পোশাক পরা নিয়ে পরিচালকের সঙ্গে কী হয়েছিল নায়িকার
পরিচালকদের সঙ্গে সিনেমার অভিনয়শিল্পীদের ঝামেলা হয়, তবে ওয়াহিদা রেহমানের সঙ্গে পরিচালক রাজের বিতর্ক বলিউডে বিশেষ জায়গা করে আছে। এ সিনেমায় ছোট পোশাক পরা নিয়ে নায়িকা ও নির্মাতার এত ঝামেলা হয়েছিল যে শেষ পর্যন্ত নায়ক দেব আনন্দকে হস্তক্ষেপ করতে হয়। খবর হিন্দুস্তান টাইমসের
‘সোলবা সাল’ ছবিতে ওয়াহিদার চরিত্রটি ছিল লাজুক স্বভাবের। লাজবন্তী ছিল তাঁর চরিত্রের নাম। ছবিতে এমন একটি দৃশ্য রেখেছিলেন, যেখানে জলে পড়ে গিয়ে লাজবন্তী ভিজে যায়। ভেজা পোশাক ছেড়ে ওয়াহিদাকে চিত্রনাট্যের প্রয়োজনে স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন নির্মাতা রাজ । কিন্তু রাজি হননি ওয়াহিদা। তাঁর ভাষ্য ছিল, সিনেমার চরিত্রের যে ধরন, তার সঙ্গে এ ধরনের পোশাক যায় না। নায়িকার কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন নির্মাতা, সেটা এতটাই যে শুটিং বন্ধ করে সবাইকে বাড়ি চলে যেতে বলেছিলেন তিনি।
ওয়াহিদা ও রাজের ঝামেলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেব আনন্দ। প্রথমে কিছু বলেননি তিনি। কিন্তু শুটিংয়ের দিন ওয়াহিদা আপত্তি করলে পরিচালক রাজ আরও খেপে যান।
এমনকি ভবিষ্যতে যেন কাজ না পান, সেটা দেখে নেবেন বলে হুমকি দেন। পরে দেব আনন্দের হস্তক্ষেপে সেদিন নিজের ইচ্ছেমতো পোশাক পরেই শুটিং করেন ওয়াহিদা।
সিনেমাটি পরে বক্স অফিসে ব্যবসায়িক সাফল্য পায়। কেবল এ সিনেমাই নয়, দেব আনন্দ ও ওয়াহিদা রেহমান জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন। ওয়াহিদা এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারে অবদানের জন্য দেব আনন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৫৫ সালে ‘রোজুলু মারায়ি’ নামের তেলেগু সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। সবশেষ তাঁকে পর্দায় দেখা গেছে ২০২১ সালে, মারাঠি সিনেমা ‘স্কেটার গার্ল’-এ।